UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা বিভাগে ‘পলিটিকস ম্যাটার্স ওয়েবসাইড’র যাত্রা শুরু

koushikkln
মে ২৩, ২০২২ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : দক্ষ রাজনীতিক গড়ে তোলা, গণতন্ত্রকে শক্তিশালী করা, রাজনীতিবিদদের আন্তর্জাতিক মানের দক্ষতা ও জ্ঞান অর্জনের জন্য খুলনা বিভাগে ‘পলিটিকস ম্যাটার্স ওয়েবসাইড’ কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রশিক্ষিত হতে পারবেন।

সোমবার (২৩মে) সকালে নগরীর একটি অভিজাত হোটেলে বেসরকারি সংস্থা ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে খুলনা বিভাগের বিভিন্ন জেলার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির শীর্ষ নেতারা অংশ নেন।

আয়োজকরা জানান, পলিটিকস ম্যাটার্স ওয়েবসাইডটি একটি প্রশিক্ষণ প্লাটফরম। যেখানে রাজনৈতিক কর্মীরা ও রাজনীতিতে আগ্রহীরা রাজনৈতিক চর্চায় সমৃদ্ধ, দক্ষ হয়ে উঠতে পারবেন। গণতান্ত্রিক রাজনীতিতে গুনগত পরিবর্তন আসবে।

ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের বিভাগীয় সমন্বয়ক আমেনা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এস এম শফিকুল আলম মনা, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোটে সুজিৎ কুমার অধিকারী, জাতীয় পার্টির নগর সভাপতি শফিকুল ইসলাম মধু, মো. হাদীউজ্জামান, বিএনপি নেতা শফিকুল ইসলাম তুহিন, নারী নেত্রী হোসনে আরা চম্পা, অ্যাডভোকেট তসলিমা খাতুন ছন্দা, আজিজা খানম এলিজা, জয়ন্তী রাণী সরদার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের জেষ্ঠ্য কর্মকর্তা রুবায়েত হাসান ও প্রশিক্ষণ দেন অনিন্দ্য রহমান।