UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে হত্যার হুমকি দিয়ে শেখ হাসিনা শপথ ভঙ্গ করেছেন: মনা

koushikkln
মে ২৪, ২০২২ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়ার কথায় দেশবাসী বিস্মিত বলে মন্তব্য করে খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে ফেলে দিয়ে হত্যার হুমকির মাধ্যমে শেখ হাসিনা শপথ ভঙ্গ করেছেন। শেখ হাসিনা শপথ নিয়েছিলেন- কারও প্রতি অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না। কিন্তু একজন সাবেক প্রধানমন্ত্রীকে সেতু থেকে ফেলে হত্যার হুমকি প্রদান, এটা কোন ধরণের কাজ সেটা বিবেচনার সময় এসেছে। বেগম খালেদা জিয়াকে নিয়ে এমন রুচিহীন এবং আক্রমণাত্মক বক্তব্যের পর প্রধানমন্ত্রী হিসেবে আসীন থাকার নৈতিক অধিকার হারিয়েছেন তিনি। মনা বলেন, দেশ আজ সর্বগ্রাসী দুর্নীতির করাল থাবায় ক্ষতবিক্ষত। চারদিকে শুধু দুর্ভিক্ষ আর অভাবের হাতছানি। আর ক্ষমতাসীন মহল এখন বিরোধী দল দমনে ব্যস্ত। মানুষ তার পেটের ক্ষুধার কথাও
বলতে ভয় পাচ্ছে নিষ্ঠুর আওয়ামী সরকারের জুলুম-নিপীড়নের ভয়ে।

মঙ্গলবার (২৪ মে) ১১টায় কে ডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের রুপকার, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তর এঁর ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালন প্রস্তুতি কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রস্তুতি কমিটির আহবায়ক ও মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন’র সভাপতিত্বে এবং সদস্য সচিব শেখ সাদীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক স ম আ রহমান, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, আবুল কালাম জিয়া,  বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, মহানগর বিএনপির সদস্য আশফাকুল রহমান কাকন, ওয়াহিদুর রহমান দিপু,  বেগ তানভিরুল আজম,  রুবায়েত হোসেন বাবু, কে এম  হুমায়ূন কবির, সাজ্জাদ হোসেন তোতন,  সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, কাজী মিজানুর রহমান, এড. শেখ ইমাম হোসেন, আফসার উদ্দিন মাস্টার, মোল্লা ফরিদ আহমেদ, নাসির খান,  ফারুক হোসেন হিল্টন,  তারিকুল ইসলাম তারেক, খন্দকার হাসিনুল ইসলাম নিক,  মো. জাহিদ হোসেন, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আক্কাস আলী,  ফারুক হোসেন,  মুজিবর রহমান, কানিজ ফাতেমা আমিন, ইঞ্জি. নুরুল ইসলাম বাচ্চু, কাজী নেহিবুল হাসান নেহিম, ইশতিয়াক আহমেদ ইস্তি, মোঃ তাজিম বিশ্বাস, কালু কোরাইশী, লিটন খান, আহসান হাবিব বাবু, মঈদুল হক টুকু, আবু জাফর, আসাদুজ্জামান আসাদ, ওয়াহিদুজ্জামান শ্যামল, মাসুদ খান, হানিফ মাহমুদ, সরোয়ার হোসেন, আব্দুস সালাম, গোলাম কিবরিয়া আশা, শামসুজ্জোহা ডিয়ার, মেহেদী হাসান, মোঃ নুর আলম নুর, মোঃ কামরুজ্জামান রুনু প্রমুখ।

মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের রুপকার, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তর এঁর ৪১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে নিম্নলিখিত কর্মসুচি গ্রহন করা হয়। কর্মসুচি: ৩০ মে
(সোমবার) সূর্যদ্বয়ের সাথে সাথে সকল দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারণ। সকাল সাড়ে ১০টায় মহানগর বিএনপি’র উদ্যোগে দলীয় কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল। বেলা ১১টায় দলীয় কার্যালয়ের সামনে দু:স্থদের মাঝে খাবার বিতরণের কার্যক্রম শুরু হয়ে নগরীর ৫টি থানা, ৩১টি ওয়ার্ড ও ৩টি ইউনিয়ন সহ বিভিন্ন স্থানে কার্যক্রম পরিচালতি হবে। ৩১ মে (মঙ্গলবার) মহানগর বিএনপি’র উদ্যোগে বিকাল ৪টায় প্রেসক্লাব লিয়াকত আলী মিলনায়তনে “স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষায় শহীদ জিয়ার ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও “প্রথম বাংলাদেশ”র মোড়ক উন্মোচন। ০১ জুন (বুধবার) মহানগর বিএনপি’র কার্যালয়ে বেলা ১১ টায় জাতীয়তাবাদী ছাত্রদল, মহানগর শাখার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। ২জুন (বৃহস্পতিবার) খুলনা মহানগর জাসাস’র উদ্যোগে বিকাল ৩টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা।

০৩ জুন (শুক্রবার) খুলনা মহানগর বিএনপি কার্যালয়ে বিকাল ৪টায় মহানগর
শ্রমিক দলের আলোচনা সভা। ০৪ জুন (শনিবার) মহানগর স্বেচ্ছাসেবক দলের
উদ্যোগে বিকাল ৪টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা। ০৫ জুন
(রবিবার) মহানগর যুবদলের উদ্যোগে বিকাল ৪টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা। ০৮ ( বুধবার) মহানগর মহিলা দলের উদ্যোগে বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা।