UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাসাস’র চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা ২ জুন

koushikkln
মে ২৫, ২০২২ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক :  বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪১ তম শাহাদৎবার্ষিকীতে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস।

২ জুন বৃহস্পতিবার বিকেল ৩টায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোরদের অংশগ্রহণে ৬টি গ্রæপে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। পরে একই স্থানে ’শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ৪১ তম শাহাদৎবার্ষিকীতে খুলনায় সপ্তাহব্যাপি কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। কর্মর্সূচির চতুর্থ দিনে জাসাস মহানগর ও জেলা শাখার যৌথ উদ্যোগে পালিত এ কর্মসূচি সফল করতে এক প্রস্ততি সভা বুধবার (২৫ মে) দুপুরে কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভা থেকে বেশ কয়েকটি উপ কমিটি গঠন করা হয়।

মহানগর কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আহবায়ক মো: শহিদুল ইসলাম, সদস্য সচিব মো: আজাদ আমিন। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক শেখ রেজাউল ইসলাম, ওয়াহিদুর রহমান অর্ঘ্য, মো: আসিফ ইকবাল, শেখ মো: মিঠু, মো: ফয়সাল রহমান স্বপন, ইঞ্জিনিয়ার সুমাইয়া আক্তার লিমা, মো: মনিরুল গাজী, মো: মশিউর রহমান, রাজিয়া সুলতানা, পুতুল বেগম প্রমুখ।