UsharAlo logo
মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনা কর আইনজীবী সমিতিতে সভাপতি গোলাম রসুল, সম্পাদক রোকনুজ্জামান

koushikkln
মে ২৬, ২০২২ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা কর আইনজীবী সমিতির নির্বাচন ২০২২-২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) খুলনা কর আইনজীবী সমিতির ভবনে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে ভোট গ্রহণ করা হয়। ৫১৯ জন সদস্যের মধ্যে এ বছর ভোটার সংখ্যা ছিল ৪৯০ জন। ভোটাধিকার প্রয়োগ করেছেন ৪২২ জন।

নির্বাচিতরা হলেন সভাপতি জি এম গোলাম রসুল, প্রাপ্ত ভোট ২২৬। নিকটতম প্রার্থী এ বি এম মোস্তফা জামান পেয়েছেন ১৮৯ ভোট। সাধারণ সম্পাদক এডভোকেট শেখ মোঃ রোকনুজ্জামান, প্রাপ্ত ভোট ২১৮ , নিকটতম প্রার্থী এ্ডভোকেট মোঃ সাঈদ আহম্মদ পেয়েছেন ১৯১ ভোট। এছাড়া ২২৬ ভোট পেয়ে এডভোকেট মোঃ মুজিবর রহমান এবং ২১৮ ভোট পেয়ে এডভোকেট শেখ মোঃ আমীর হামজা সহ সভাপতি নির্বাচিত হয়েছেন১৩৭ ভোট পেয়ে যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন শারমিন আক্তার লাকী,২৭০ ভোট পেয়ে সম্পাদক পাঠাগার নির্বাচিত হয়েছেন কে এম রোকনুজ্জামান,২২৩ ভোট পেয়ে সম্পাদক ক্রিড়া, সাংস্কৃতি ও সাহিত্য নির্বাচিত হয়েছেন এস এম জি নেওয়াজ,২৫৭ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মোঃ নজরুল ইসলাম। এছাড়া ২৫১ ভোট পেয়ে এডভোকেট খান মনিরুজ্জামান,২২৬ ভোট পেয়ে এডভোকেট মোঃ নজরুল ইসলাম হাওলাদার,২২৪ ভোট পেয়ে এডভোকেট মোঃ আমিনুর রহমান,২১১ ভোট পেয়ে এডভোকেট মোঃ আওরঙগজেব,২১০ ভোট পেয়ে এডভোকেট সাবিত্রী চক্রবর্তী,২০১ ভোট পেয়ে এডভোকেট সুলতান আহমাদ টুলু সদস্য নির্বাচিত হয়েছেন।

এডভোকেট আওয়াল রাজ এর নেতৃত্বে ৬ জন  আইনজীবী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ।