UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাওয়া যাচ্ছে না নায়িকা পপিকে!

ঊষার আলো
এপ্রিল ১৫, ২০২১ ৫:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : অভিনেত্রী পপিকে খুঁজে পাচ্ছেন না ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমার নায়ক এবং পরিচালক রাজু আলীম। এ কারণে ছবির কাজও বন্ধ হয়ে আছে কয়েক মাস ধরে।

অন্যদিকে, গুঞ্জন উঠেছে পপি বিয়ে করেছেন। এমনই একটি গুঞ্জন ভেসে বেড়াচ্ছে ঢালিউডের আকাশে ও বাতাসে৷ কিন্তু পাত্রের পরিচয় বা বিস্তারিত জানা না গেলেও পপির হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে গুঞ্জনটা বেশ মজবুত।

সিনেমার পরিচালক তার খোঁজ করার জন্য তাকে ফোন করেছেন, তার বাড়িতেও গেছেন তবু কোথাও পাননি তাকে।

এই বিষয়ে রাজু আলী আলীম বলেছেন, ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমার শুটিং প্রায় শেষের পথে। আর অল্প কিছুটা কাজ বাকি আছে পপির৷ এমন একটা সময় পপি নিরুদ্দেশ। পপিকে কয়েক মাস ধরেই খুজছেন তিনি। পপির ইস্কাটনের বাসায়ও খোঁজ নিয়েছেন তিনি। তবে পপি সেখানে থাকছেন না।

তিনি আরও বলেন, একজন নায়িকার জন্য একটা সিনেমা এভাবে আটকে রয়েছে দিনের পর দিন এটি কেমন কথা। পপির কাছে এরকম অপেশাদার আচরণ কোনোভাবেই কাম্য নয়।

(ঊষার আলো-এফএসপি)