UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

খুবিতে ‘অ্যাপ্লিকেশন অব জিইই ইন ফরেস্ট্রি’ শীর্ষক প্রশিক্ষণ 

koushikkln
জুন ৭, ২০২২ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের উদ্যোগে ‘অ্যাপ্লিকেশন অব গুগল আর্থ ইঞ্জিন (জিইই) ইন ফরেস্ট্রি-২’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস।

ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মো. ইফতেখার শামস্ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স’র পরিচালক প্রফেসর ড. জারিন আখতার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর ড. রোমেল আহমেদ, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্টের প্রধান ড. সুপ্রিয় চাকমা ও যুক্তরাষ্ট্রের ফরেস্ট্র সার্ভিসের কম্পাস প্রোগ্রামের প্রজেক্ট লিড ড. আবু মোস্তফা কামাল উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও প্রশিক্ষণ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নজরুল ইসলাম।