UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের সাধারণ মানুষ এখন দিশাহারা : মনা 

koushikkln
জুন ৮, ২০২২ ১১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের সাধারণ মানুষ এখন দিশাহারা। এ নিয়ে সরকার নীরব ভূমিকা পালন করছে। মানুষের এই সীমাহীন দুঃখ, দুর্দশা ও কষ্টের জীবন তাদের যেন স্পর্শ করছে না। অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে, সরকারের কিছু করার নেই এবং মানুষের নাভিশ্বাস উঠা জীবন সরকার চেয়ে চেয়ে দেখছে, উপভোগ করছে। চাল থেকে শুরু করে সকল পণ্যের মূল্যের ঊধর্বগতি। একদিকে এই মূল্যস্ফীতি, অন্যদিকে টাকার মান কমে যাচ্ছে। কীসের জন্য? এই সরকারের দুঃশাসনের জন্য। গায়ের জোরে তারা সরকারে আছে, সিন্ডিকেট করে সরকারে আছে। ব্যবসা-বাণিজ্য তাদের আওয়ামী সিন্ডিকেটের হাতে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে আওয়ামী লীগ সিন্ডিকেট।

গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে  (বৃহস্পতিবারের) বিক্ষোভ কর্মসুচি সফল করার বুধবার (৮ জুন) বেলা সাড়ে ১১টায় বিএনপি কার্যালয়ে মহানগর বিএনপির প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশের জনগণ শিগগিরই এই সরকারের পতন চায়। সারা দেশের মানুষ এই সরকারের প্রতি বিক্ষুব্ধ, এই সরকারের প্রতি তারা আস্থা হারিয়েছে। তাই আজকে দেশের জনগণ চায় যত শিগগিরই এই সরকারের পতন। সভা থেকে আজকের সমাবেশ সফল করতে মহানগরীর সকল থানা, ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ খুলনাবাসির প্রতি আহবান জানানো হয়।

মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, স ম আব্দুর রহমান, সৈয়দা রেহেনা ঈসা, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, চৌধুরি শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, শেখ সাদী, হাসানুর রশিদ মিরাজ, আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান মনি, ওয়াহিদুর রহমান দিপু, বেগ তানভীরুল আযম, শাহিনুল ইসলাম পাখি, রুবায়েত হোসেন বাবু, কে এম হুমায়ুন কবির, বিপ্লবুর রহমান কুদ্দুস, সাজ্জাদ হোসেন তোতন, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, কাজী মিজানুর রহমান, এহতেশামুল হক শাওন, নাজির উদ্দীন নান্নু, হাবীবুর রহমান বিশ্বাস, হাসান উল্লাহ বুলবুল, শেখ জামাল উদ্দীন, আফসার উদ্দীন মাস্টার, মোল্লা ফরিদ আহমেদ, আনসার আলী, নাসির খান, আলমগীর হোসেন, কাজী শাহ নেওয়াজ নিরু, তারিকুল ইসলাম তারেক, খন্দকার হাসিনুল ইসলাম নিক, মো. জাহিদ হোসেন, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আক্কাস আলী, ফারুক হোসেন, মাসুদ খান বাদল, ইঞ্জি. নুরুল ইসলাম বাচ্চু, এড. কানিজ ফাতেমা আমিন, কাজী আব্দুল লতিফ, শেখ জাকির হোসেন, এইচ এম আসলাম হোসেন, আব্দুল মতিন বাচ্চু, সাইফুল ইষলাম সান্টু, ইশতিয়াক আহমেদ ইস্তি, তাজিম বিশ্বাস, সজীব তালুকদার, মঈদুল হক টুকু, জাকির ইকবাল বাপ্পি, ইউসুফ মোল্লা, মুনতাসির আল মামুন, রফিকুল ইসলাম, মো. আব্দুস সালাম হাওলাদার, মো. বাকার হোসেন, রাজু মোল্লা, বায়েজিদ হোসেন প্রমুখ।