UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষা চলাকালীন কেএমপি নিষেধাজ্ঞা জারি

koushikkln
জুন ১৫, ২০২২ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ২০২২ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৮৫ এর ২৯ ও ৩০ ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতাবলে আগামী ১৯ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত খুলনা মেট্রোপলিটন বেশকিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বুধবার (১৫ জুন) খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা এক আদেশে এ নিষেধাজ্ঞা দেন।

আদেশের মধ্যে রয়েছে : (১) পরীক্ষার দিন সকাল ৮টা থেকে পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের চতুর্দিকে ২০০ গজের মধ্যে ৫(পাঁচ)বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবেন না। (২) পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা ঐ জাতীয় কোন পদার্থ বহন করতে পারবেন না। (৩) পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন ú্রকার লাউড স্পীকার বা ঐ জাতীয় কোন যন্ত্র দ্বারা উচ্চস্বরে কোন শব্দ করতে পারবেন না। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা কেন্দ্রগুলো হচ্ছে খুলনা জিলা স্কুল, খুলনা, সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়,খুলনা, সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় (সার্কিট হাউজ মাঠের দক্ষিন-পশ্চিম কোনে), ফাতিমা উচ্চ বিদ্যালয়,গগন বাবু রোড, খুলনা, সরকারি ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়,খুলনা, খুলনা সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় (মন্নুজান),বয়রা, সোনাডাঙ্গা,খুলনা, বি,কে ইউনিয়ন ইনস্টিটিউিশন,বেনী বাবু রোড, খুলনা, হাজী ফয়েজ উদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়,বয়রা, খুলনা, পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়,গোবরচাকা,সোনাডাঙ্গা, খুলনা, ইসলামাবাদ কলেজিয়েট স্কুল,বসুপাড়া,সোনাডাঙ্গা,খুলনা, খুলনা কলেজিয়েট স্কুল, সোনাডাঙ্গা আবাসিক এলাকা(১ম ফেজ),সোনাডাঙ্গা,খুলনা, খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজ,বয়রা, খালিশপুর, খুলনা, খুলনা পাবলিক কলেজ,বয়রা, খালিশপুর, খুলনা, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর,খুলনা(এসএসসি ও ভোকেশনাল), নৌ বাহিনী মাধ্যমিক বিদ্যালয়, মুজগুনèী,খালিশপুর,খুলনা।, খালিশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, খালিশপুর, খুলনা, সরকারী দৌলতপুর মুহসীন মাধ্যমিক বিদ্যালয়, দৌলতপুর, খুলনা, দৌলতপুর মুহসীন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দৌলতপুর, খুলনা, আফিল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়,দৌলতপুর, খুলনা (এসএসসি ও ভোকেশনাল), গভঃ ল্যাবরেটরি হাইস্কুল,তেলিগাতি,কুয়েট,আড়ংঘাটা, খুলনা, রোটারী মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর,খুলনা, আর আর এফ সেকেন্ডারী স্কুল, আরআরএফ,খানজাহান আলী,খুলনা, খানাবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কুয়েট, আড়ংঘাটা, খুলনা, ক্যান্টনমেন্ট পাবলিক মাধ্যমিক বিদ্যালয়, জাহানাবাদ ক্যান্টঃ খানজাহান আলী, খুলনা, শিরোমনি মাধ্যমিক বিদ্যালয়, শিরোমনি, খানজাহান আলী,খুলনা, খুলনা আলিয়া মাদ্রাসা,খানজাহান আলী রোড, খুলনা, দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, সোনাডাঙ্গা,খুলনা, শিরোমনি আলিম মাদ্রাসা,খানজাহান আলী,খুলনা, শলুয়া পূর্ণচন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়,আড়ংঘাটা,খুলনা, রংপুর কালিতলা মাধ্যমিক বিদ্যালয়,আড়ংঘাটা,খুলনা(শলুয়া পূর্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ভেন্যু), মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, তেলিগাতি, আড়ংঘাটা(এসএসসি ভোকেশনাল), টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট, সাচিবুনিয়া ব্রীজের পূর্ব পাশে (ভোকেশনাল) ও সেন্ট জেভিয়ার্স হাইস্কুল, সোনাডাঙ্গা, খুলনা(এসএসসি ভোকেশনাল)।