UsharAlo logo
বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সুস্থতা কামনা ও জেলা বিএনপির সাংগঠনিক সভা

koushikkln
জুন ১৫, ২০২২ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের লুটপাটের আরও একটি বাজেট পেশ করেছে, যাতে জনগনের কল্যাণকর কোনো দিক নেই। দ্রব্যের মূল্যের সীমাহীন উর্দ্ধগতি, ডলারের বিপরীতে টাকার মান স্বাধীনতা পরবর্তী সময়ের সর্বনি¤œ রেকর্ড, মেগাপ্রকল্পের নামে সীমাহীন লুটপাট এবং নির্বিকারে বিদেশে অর্থপাচারই প্রমাণ করে বাংলাদেশ আজ দেউলিয়াত্বের দিকে। পদ্মাসেতু প্রকল্পে মোট ব্যয়ের চেয়ে লুটপাটই বেশি হয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশাল জনগোষ্ঠির স্বপ্নের পদ্মাসেতু দ্রব্যের মূল্যের সীমাহীন মূল্যবৃদ্ধি ও আওয়ামী লুটপাটে আনন্দ ফিকে হয়ে গেছে।

বুধবার (১৫ জুন) বেলা ১১টায় নগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত খুলনা জেলা বিএনপি’র সাংগঠনিক সভায় বক্তারা এসব কথা বলেছেন। জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খানের সভাপতিত্বে সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পীর সঞ্চালনায় প্রথম সাংগঠনিক সভায় আহবায়ক কমিটির সকল সদস্য, উপজেলা শাখার সভাপতি/সাধারণ সম্পাদক অথবা আহবায়ক-যুগ্ম আহবায়কবৃন্দ, জেলার অঙ্গ-সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকরা অংশ নেন।

এরআগে দলীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাঁর কণিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনায় ও সকল ষড়যন্ত্র পরাভ‚ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে মহান আল­াহ্’র রহমত প্রার্থনা করা হয়। একই সাথে জেলা বিএনপি’র প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করা হয়েছে।
পরে সাংগঠনিক সভায় অবিলম্বে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতকরণে বিদেশে প্রেরণের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। ভারতে বিশ^নবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বক্তারা। অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে কঠোর পদক্ষেপ গ্রহনের জোর দাবি তুলেছেন তারা।

সাংগঠনিক সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ হচ্ছে- আগামী এক মাসের মধ্যে সকল থানা/উপজেলার এবং পৌরসভার কর্মী সভা করার আয়োজন করা হবে। আগামী ৩০দিনের মধ্যে সর্বপ্রথম পাইকগাছা পৌরসভা/পাইকগাছা উপজেলার সম্মেলন করার সিদ্ধান্ত নেয়া হয়। আগামী দিনে সকলকে ঐক্যবদ্ধ করে যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব প্রতিষ্ঠায় সকলে অঙ্গীকার ব্যক্ত করেছেন। তাছাড়া দুর-দুরান্ত থেকে বহু কষ্ট শিকার করে খুলনা শহরে এসে জেলা ও মহানগর বিএনপির আন্দোলন সংগ্রামে স্বতস্ফুর্ত অংশ নেয়ায় নেতাকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়। একই সাথে গত ২৬ মে কর্মসূচি চলাকালে আওয়ামী সন্ত্রাসী ও পেটোয়া পুলিশ বাহিনীর আক্রমনে আহত নেতাকর্মীদের সুস্থ্যতা কামনা করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য সচিব মোঃ শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী, শেখ আবু হোসেন বাবু, জুলফিকার আলী জুলু, সাইফুর রহমান মিন্টু, এমএ রহমান বাবুল, মোল­া খায়রুল ইসলাম, মোঃ রকিব মলি­ক, মোস্তফাউল বারী লাভলু, মোল্যা মোশাররফ হোসেন মফিজ, মনিরুল হক বাবুল, তৈয়েবুর রহমান, শামীম কবির, আশরাফুল আলম নান্নু, শামসুল আলম পিন্টু, মেজবাউল আলম, এনামুল হক সজল, চৌধুরী কওছার আলী, এ্যাড. মোমরেজুল ইসলাম, ডাঃ আব্দুল মজিদ, খায়রুল ইসলাম খান জনি, এ্যাড. আঃ সাত্তার, অসিত কুমার সাহা, শাকিল আহমেদ দিলু, ইলিয়াছ মলি­ক, শেখ আজগর আলী, ওয়াহিদুজ্জামান রানা, হাফিজুর রহমান, আনিছুর রহমান, সুলতান মাহমুদ, মনিরুজ্জামান লেলিন, মুর্শিদুর রহমান লিটন, নাজমুস সাকিব পিন্টু, ইকবাল শরীফ, চৌধুরী আব্দুস সবুর, আরিফুর রহমান আরিফ, খন্দকার ফারুক হোসেন, সেলিম সরদার, সরোয়ার হোসেন, রফিকুল ইসলাম বাবু, সাইদুজ্জামান খান, হাসনাত রিজভী মার্শাল, সরদার আঃ মালেক, রাহাত আলী লাচ্চু, মলি­ক আব্দুস সালাম, ইঞ্জিনিয়ার মনির হাসান টিটু, হাবিবুর রহমান রিটু, শেখ আবুল বাশার, নুরুল আমীন বাবুল, শাহাদাত হোসেন বাবলু, গাজী আব্দুল হালিম, দিদারুল হোসেন দিদার, হেলাল হোসেন হেলাল, জাফরী নেওয়াজ চন্দন, সামসুল বারিক পান্না, আঃ মান্নান খান, মোঃ মোজাফফর হোসেন, আল আমিন সানা, এমদাদুল হক, মোল­া কবির হোসেন, উজ্জল কুমার সাহা, তছলিমা খাতুন ছন্দা, ইবাদুল হক রুবায়েত, আতাউর রহমান রুনু, খান ঈসমাইল হোসেন, আব্দুল মান্নান মিস্ত্রি, মোঃ শহিদুল ইসলাম, বেলায়েত হোসেন, আবুল কালাম, এ্যাড. সেতারা সুলতানা, আজিজুল ইসলাম, গোলাম মোস্তফা তুহিন, কামরুল ইসলাম, এনামুল হক, বিকাশ মিত্র, আসলাম পারভেজ, আনসার আলী বিশ্বাস, এমএ হাসান, জাবেদ মলি­ক, ওয়াহিদুজ্জামান, আনোয়ার হোসেন বাবু, ফকরুল ইসলাম বুলু, শাহিনুর রহমান শাহিন, হাবিবুর রহমান হবি, সেলিম নেওয়াজ লাকি, জাহিদুর রহমান রাজু ও এজাজুর রহমান শামিম প্রমুখ।