UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুস্তাফিজের স্লোয়ার-কাটারে নাজেহাল কলকাতা

usharalodesk
এপ্রিল ২৫, ২০২১ ১০:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শনিবারের ম্যাচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। সে ম্যাচে কলকাতাকে অনায়াসেই হারিয়েছে মুস্তাফিজের রাজস্থান। ৭ বল হাতে রেখে ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে সাঞ্জু স্যামসনের দল।
সাকিববিহীন কলকাতার বিপক্ষে প্রথমে ফিল্ডিং করে রাজস্থান। কলকাতার ইনিংসের চতুর্থ ওভারেই আক্রমণে আসে মুস্তাফিজ। ওই ওভারের ৫ম বলে ক্যাচ তুলে দেন কলকাতার ওপেনার শুভমান গিল। তবে ইয়াশসভি জসওয়াল সেই ক্যাচ ফেলে দিলে উইকেটবঞ্চিত হন ‘দ্য ফিজ’। কলকাতার প্রথম উইকেটের পতনটা অবশ্য মুস্তাফিজের ওভারেই হয়। পাওয়ার প্লে’র শেষ ওভার আর মুস্তাফিজের ব্যক্তিগত দ্বিতীয় ওভারে সিঙ্গেল নিতে গিয়ে রানআউট হন গিল।
এরপর ১৬তম ওভারে আবার আক্রমণে আসে মুস্তাফিজ। ওই ওভারের ২য় বলে সাজঘরে পাঠান কলকাতার সর্বোচ্চ রানসংগ্রাহক রাহুল ত্রিপাঠিকে (৩৬)। ফিজের শেষ ওভারে ক্যাচ তুলে দিয়েছিলেন অজি অলরাউন্ডার প্যাট কামিন্স। কিন্তু সেই ক্যাচটিও লুফে নিতে ব্যর্থ হন রাজস্থানের ফিল্ডাররা। তবু ম্যাচ শেষে মুস্তাফিজের বোলিং ফিগারটা ছিল দেখার মতো। ৪ ওভারে ২২ রানে ১ উইকেট। ফিজের ২৪ বলের মধ্যে ১৩টিই ছিল ডট।

(ঊষার আলো- এম. এইচ)