UsharAlo logo
রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অস্কারে যাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’!

usharalodesk
অক্টোবর ১৭, ২০২১ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : অস্কারের আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের জন্য বাংলাদেশের সিনেমা জমা নেওয়ার শেষ সময় ছিল গত শুক্রবার (১৫ অক্টোবর)। তবে এবার নির্ধারিত সময়ের মধ্যে একমাত্র সিনেমা হিসেবে আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ জমা পড়ে।

অন্য কোনো সিনেমা জমা না পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই অস্কারে যাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’!

অস্কার বাংলাদেশ সাবমিশন কমিটির সমন্বয়ক আবদুল্লাহ আল মারুফ জানান, ‘ঘোষণার পর ১৪ অক্টোবর একমাত্র সিনেমা হিসেবে রেহানা মরিয়ম নূর অস্কারের জন্য জমা পড়েছে। তবে নোনা জলের কাব্য নামের আরেকটি সিনেমা জমা দিতে চেয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু পরে আর তারা জমা দেয়নি।’

জানা যায়, আজ সোমবার (১৮ অক্টোবর) অস্কার সাবমিশন কমিটি সিনেমাটি দেখবে। ব্যতিক্রমী কিছু না ঘটলে এক সপ্তাহের মধ্যেই এটিকে অনলাইনে অস্কার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

এই বিষয়ে সিনেমাটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বলেছেন, ‘সব শর্ত পূরণ করে সিনেমাটি জমা দিয়েছি। আর আমরা আশাবাদী, আমাদের সিনেমাটি অস্কারে যাচ্ছে। সিনেমাটি আগামী নভেম্বরে শেষের দিকে দেশে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। ’

আগামী বছরের ২৭ মার্চ থেকে একাডেমি অ্যাওয়ার্ডের ৯৪তম আসর অনুষ্ঠিত হবে। তার আগে চলতি বছরের ২১ ডিসেম্বর আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের একটি খসড়া তালিকা প্রকাশ করবে একাডেমি কর্তৃপক্ষ।

‘রেহানা মরিয়ম নূর’- সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে নির্বাচিত হয়ে ব্যাপক আলোচিত হয়। সিনেমাটি সেখানে প্রদর্শনীর পর স্ট্যান্ডিং ওভেশনও পেয়েছিল।

(ঊষার আলো-এফএসপি)