UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কপিলমুনি সহচরীর সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমিয় দে পরলোকে

koushikkln
অক্টোবর ১০, ২০২২ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

পলাশ কর্মকার,কপিলমুনি(খুলনা) : দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমিয় রঞ্জন দে (৭১) মৃত্যু বরণ করেছেন। সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে গংগারামপুর গ্রামে তাঁর নিজ বাস ভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে অসুস্থ্য ছিলেন।

মৃত্যু কালে তিনি স্ত্রী, ১ কন্যা ১ ছেলে ও অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন। অসুস্থ্যজণিত কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যরা জানান। মৃত্যুর খবর পেয়ে তাঁর সাবেক কর্মস্থল সহচরী বিদ্যা মন্দির স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ কবির আহমেদ, কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পাসহ শিক্ষক, সাংবাদিক, প্রক্তন ছাত্র ছাত্রী, শুভাকাঙ্খীরা তাঁর বাড়িতে যান।

বিজ্ঞান বিভাগের এই কৃতি শিক্ষক ১৯৭৩ সালের ১৬ ফেব্রুয়ারী সহচরী বিদ্যামন্দিরে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ ৩১ বছর শিক্ষকতা করে ২০০৪ সালের ৩ এপ্রিল পর্যন্ত সেখানে কর্মরত ছিলেন। এরপর তিনি তালা উপজেলার কৃষ্ণকাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। সোমবার বিকেল ৫ টায় ঘোষনগর মহাশ্মশানে তাঁর অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন জেলা স্কুলের প্রধান শিক্ষিকা ফারহানা নাজ, সহচরী বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক মোঃ কবীর আহমেদ, ম্যানেজিং কমিটির সদস্য, ছাত্র-ছাত্রীবৃন্দ, কপিলমুনি গুনীজন স্মৃতি সংসদের সভাপতি মোঃ আঃ সবুর আলআমীন প্রমূখ।

(ঊষার আলো-এফএসপি)