UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কপিলমুনিতে বন্ধু -৮৩’র পক্ষ থেকে সেলাই মেশিন প্রদান

koushikkln
জুন ২৫, ২০২২ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

কপিলমুনি(খুলনা) সংবাদদাতা : কপিলমুনিতে বন্ধু -৮৩ সংগঠনের পক্ষ থেকে ৮৩- র অসহায় ও গরীব বন্ধুদের মাঝে সেলাই মেশিন প্রদান প্রকল্প ২০২২ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ জুন) রাত ৯ টায় ‘অভি ফিস’ কার্যালয়ে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

গরীব অসহায় বন্ধুদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য মুলত এই সংগঠনের আত্মপ্রকাশ। কপিলমুনি সহচরী বিদ্যা মন্দিরের ১৯৮৩ সালের এস এস সি ব্যাজের সংগঠন আর্তমানবতার সেবা নিয়ে পদচারনা শুরু করে। এ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এস এস সির ১৯৮৩ সালের বন্ধু প্রয়াত বিভূতি গাঙ্গুলীর অসহায় গরীব স্ত্রী রীনা গাঙ্গুলীর হাতে একটি সেলাই মেশিন তুলে দেন সদস্য সচিব ডাঃ এস,এম গোলাম আজম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোঃ আফছার আলী, সাংবাদিক শেখ আব্দুল গফুর, মহেশ্বর পদ সাহা, মোঃ কামাল হোসেন, খাঁন মতলেব হোসেন, শেখ ওজিয়ার রহমান, সন্তোষ মজুমদার প্রমুখ।