UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় খুলনার ৪ হাসপাতালে আরও ১৭ জনের প্রাণহানি

usharalodesk
জুলাই ১২, ২০২১ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে খুলনার ৪ হাসপাতালে চিকিৎসারত আরও ১৭ জনের প্রাণহানি হয়েছে। রোববার (১১ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (১২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সময়ে এদের মৃত্যু হয়। এদের মধ্যে ১২ জনের করোনা পজিটিভ ছিলো এবং উপসর্গ নিয়ে ৫ জন মারা গেছে । খুলনার করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গ নিয়ে ৫ জন মারা গেছেন। জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় মহানগরীর আড়ংঘাটার এলাকার একজন মারা গেছেন। বেসরকারি গাজী মেডিক‌্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

(ঊষার আলো-আরএম)