UsharAlo logo
শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতপুরে ডিবি কর্তৃক যুবক আটক

usharalodesk
মে ১৯, ২০২১ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : নগরীর খালিশপুর থানাধীন কুলিবাগান মোড়স্থ মনিরের চায়ের দোকানের সামনের পাঁকা রাস্তার ওপর হতে বুধবার (১৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নগর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলিবাগান মোড়স্থ মনিরের চায়ের দোকানের সামনের পাঁকা রাস্তার ওপর অবস্থান করাকালীন সময়ে দৌলতপুরস্থ ইস্পাহানী কোলনীর (কুলিবাগান) বাসিন্দা শেখ দেলোয়ার হোসেন জিলুকের ছেলে মোঃ সুজন হোসেন (১৯) কে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে নগর গোয়ান্দা পুলিশ। এ ব্যাপারে নগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মোঃ রবিউল ইসলাম বাদী হয়ে দৌলতপুর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেন। মামলা নং-২০।

(ঊষার আলো-এমএনএস)