UsharAlo logo
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় কঠোর বিধিনিষেধের প্রথম দিন

usharalodesk
জুন ২২, ২০২১ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় আরোপিত প্রথম দিনের কঠোর বিধিনিষেধ কার্যকর করতে তৎপর ছিল প্রশাসন ও পুলিশ। প্রশাসন ও পুলিশ কঠোর অবস্থান নেয়ায় প্রথমদিনের বিধিনিষেধ প্রায় শত ভাগ কার্যকর হয়। মঙ্গলবার সকালে উপজেলা সদর সহ বিভিন্ন স্থানে প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে চেক পোস্ট বসানো হয়। জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ সহ সব ধরণের যানবাহন চলাচলের উপর কড়াকড়ি আরোপ করা হয়। এদিকে সকাল থেকেই দিনভর উপজেলা সদর থেকে দূরপাল্লাসহ কোন গণ পরিবহন চলাচল করেনি। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, সহকারী কমিশনার ভুমি মোঃ শাহরিয়ার হক ও ওসি এজাজ শফী পৃথক-পৃথকভাবে অভিযান পরিচালনা করে কঠোর বিধিনিষেধকে কার্যকর করেন। এসময় স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় মোবাইল কোর্টের মাধ্যমে ১৫টি মামলায় জরিমানা আদায়সহ কয়েকজনকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হোসেন ও শাহরিয়ার হক।
(ঊষার আলো-এমএনএস)