UsharAlo logo
শুক্রবার, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মোংলায় আরও ৩৩ জন করোনায় আক্রান্ত

usharalodesk
জুন ১, ২০২১ ৯:১৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ এরশাদ হোসেন রনি, মোংলা : একদিনের পরিক্ষায় মোংলায় করোনায় আক্রান্তের হার ১৮ শতাংশ কমে ৫৬ শতাংশে দাড়িয়েছে। মঙ্গলবার (১ জুন) মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ র‍্যাপিড অ্যান্টিজেন্ট টেস্টের মাধ্যমে ৫৯ জনের করোনার পরিক্ষা করা হয়। এর মধ্যে ৩৩ জনের শরিরে করোনা পজিটিভ পাওয়া যায়।
মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা: জীবিতেষ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২০ এপ্রিল থেকে মোংলায় র‍্যাপিড অ্যান্টিজেন্ট টেস্টের মাধ্যমে করোনার পরিক্ষা শুরু করা হয়। এর আগে ২৯ মে পর্যন্ত এক মাস নয় দিনে ১৮২ জনের করোনা পরীক্ষা করে ৮৯ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। ২৯ মে নমুনা দেয়া ৪২ জনের মধ্যে পজেটিভ হয়েছে ৩১ জনের। পরিক্ষন বিবেচনায় যা শতকরা আক্রান্তের হার ৭৩.৮০ ভাগ। আজ ৫৯ জনের পরিক্ষায় ৩৩ জন পজিটিভ হন। এতে পরিক্ষন বিবেচনায় আক্রান্তের হার প্রায় শতকরা ৫৬ ভাগ। যা আগের দিনের তুলনায় পরিক্ষন বিভেচনায় শতকরা প্রায় ১৮ ভাগ আক্রান্তের হার কমেছে। এদিকে করোনা প্রতিরোধে রবিবার(৩০ মে) থেকে শুরু হওয়া কঠোর বিধিনিষেধ আজও তৃতীয় দিনের মতো চলছে মোংলা উপজেলাব্যাপী।
মোংলা উপজেলা নিবাহী কর্মকর্তা কমলেশ মজুমদার জানান,আজ নতুন করে করোনায় আক্রান্ত ৩৩ ব্যাক্তির বাড়ী দ্রুত লকডাউন করা হবে।

(ঊষার আলো-এমএনএস)