UsharAlo logo
মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে হত্যা মামলার প্রধান আসামি পাখি গ্রেফতার

usharalodesk
জানুয়ারি ২০, ২০২৩ ১০:১৯ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি : যশোরে আলোচিত ইরফান ফারাজি হত্যা মামলার প্রধান অভিযুক্ত আসামি পাখিকে গ্রেফতার করেছে পুরাতন কসবা পুলিশ। পুরাতন করবে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রেজাউল করীমের নেতৃত্বে একটি টিম গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) গভীর রাতে চাঁচড়া রেলগেট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পাখিকে গ্রেফতার করা হয়।

এ সময় তার স্বীকারোক্তি মতে রেলগেটের একটি পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আব্দুল্লাহ পাখি রেলগেট রায়পাড়ার লিয়াকত হোসেনের ছেলে।

পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রেজাউল করীম জানান, ইরফান হত্যায় পাখি সরাসরি জড়িত। তথ্য প্রযুক্তির ব্যবহার করে তার অবস্থান সনাক্ত করার পর বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হলে হত্যায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে পাখি।

তিনি জানান, তার নেতৃত্বে একটি টিম এ হত্যার মাস্টার মাইন্ড আব্দুল কাদেরকে গ্রেফতার করা হয়। হত্যার রহস্য উৎঘাটন হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বের প্রকাশ্যে শহরের খড়কি এলাকার নিজ দোকানের সামনে হত্যা করা হয় ইরফান ফারাজিকে। তিনি যশোর শহরের খড়কি ধোপাপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি ইসলামী যুব আন্দোলন যশোর জেলা শাখার সাবেক শিল্প ও বাণিজ্য সম্পাদক ও পলেটেকনিক কলেজের ছাত্র ছিলেন। এ ঘটনায় মামলার পর র‌্যাব তৌহিদকে আটক করে। এরপর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়। কাদেরকে গ্রেফতারের পর মুল রহস্য বের হয় হয়। সর্বশেষ এ হত্যায় জড়িত আরেক আসামি পাখিকে গ্রেফতার করা হয়। বাকি রয়েছে শিশির, রাহুল ও বিপ্লব।