UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অনুমোদন না থাকায় রাইচ মিল বন্ধ করে দিলেন ইউএনও

usharalodesk
মে ৬, ২০২১ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার পল্লীতে কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই রাইচ মিল স্থাপন করায় মিলের সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে নিয়ে বৃহস্পতিবার (৬ মে) সকালে উপজেলার সোলাদানা ইউনিয়নের ছালুবুনিয়া এলাকার শংকর ঢালীর রাইচ মিলে যান। এ সময় অনুমোদনের প্রয়োজনীয় কোন কাগজপত্র দেখাতে না পারায় শংকর ঢালীর রাইচ মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সহ সকল কার্যক্রম বন্ধ করে দেন ইউএনও খালিদ হোসেন। একই সাথে তিনি নূন্যতম পরিবেশ ও খাদ্য অধিদপ্তরের অনুমোদন নেওয়ার জন্য মিল মালিক শংকরকে পরামর্শ দেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল ও পেশকার দীপংকর প্রসাদ মল্লিক।

(ঊষার আলো-এমএনএস)