UsharAlo logo
বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে মেরামত হল কপোতাক্ষের ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ

usharalodesk
মে ৫, ২০২১ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : অবশেষে টানা ৩ দিন কাজ করার পর ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ মেরামত করা হয়েছে। গত ২৮ এপ্রিল বুধবার কপোতাক্ষ নদের জোয়ারের প্রবল স্রোতে উপজেলার কপিলমুনি ইউনিয়নের আগড়ঘাটা বাজার সংলগ্ন পদ্ম পুকুর নামক স্থানে বাঁধ ভেঙ্গে আংশিক এলাকা তলিয়ে যায়। এতে তেমন কোন ক্ষয়ক্ষতি না হলেও বাঁধ মেরামত করতে বেগ পেতে হয় ইউপি চেয়ারম্যানকে। ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দারের তত্বাবধায়নে (৩ মে) সোমবার শতাধিক লোক বাঁধ মেরামতের কাজ করে। মেরামত কাজ কোন রকমে শেষ করলেও পুনরায় জোয়ারের প্রবল স্রোতে মেরামত করা বাঁধ ছুটে যায়। পরের দিন (৪ মে) মঙ্গলবার আরো ১শ’ লোক কাজ করে বাঁধ মেরামত করলেও এদিনও কপোতাক্ষ নদের প্রবল জোয়ারের স্রোতে মেরামত করা বাঁধ দ্বিতীয় দফায় ছুটে যায়। সর্বশেষ বুধবার (৫ মে) প্রায় দেড় শতাধিক লোক কাজ করে বল্লি, বাঁশ-কুঞ্চি ও জিও ব্যাগ ব্যবহার করে ভাঙ্গন এলাকার ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামত করা সম্ভব হয়েছে বলে ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার জানিয়েছেন। তিনি বলেন, বাঁধ মেরামতে যারা কাজ করেছে তাদের মধ্যে ৫০জন দিন মজুর ও ৮০ জন কর্মসৃজন প্রকল্পের শ্রমিকরা ছিল।

(ঊষার আলো-এমএনএস)