UsharAlo logo
মঙ্গলবার, ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আগস্টে অনুষ্ঠিত হবে জবির সেমিস্টার পরীক্ষা

usharalodesk
জুন ১৩, ২০২১ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আগামী আগস্ট মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আটকে থাকা সেমিস্টার ফাইনাল পরীক্ষা সশরীরে অনুষ্ঠিত হবে। আজ রোববার (১৩ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমদাদুল হক গণমাধ্যমকে জানান, পরীক্ষা আগস্টের ১০ তারিখ হবে। পরে প্রেস রিলিজ দিয়ে বিষয়টি জানিয়ে দেওয়া হবে। জুলাইয়ের মধ্যে নিজ নিজ বিভাগ অনলাইনে রিভিউ ক্লাস ও মিড টার্ম পরীক্ষা নেবে। আর সেমিস্টার ফাইনাল আগস্টের প্রথম সপ্তাহে সশরীরে অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, পরীক্ষা অনেকটাই করোনার পরিস্থিতির ওপর নির্ভর করছে। যদি করোনা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ না করে তাহলে সিদ্ধান্তে অটুট থাকবো।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, সব অনুষদের ডিন, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, ইনস্টিটিউটগুলোর পরিচালক ও বিভাগীয় চেয়ারম্যানরা।

(ঊষার আলো-এফএসপি)