UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় খুলনার নৌবাহিনী স্কুল সেরা

koushikkln
ফেব্রুয়ারি ২৭, ২০২২ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ খুলনার শিক্ষার্থীদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পথিকৃৎ’ সেরা হিসেবে নির্বাচিত হয়েছে। মুজিব শতবর্ষ উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুুক্তি মন্ত্রণালয় এ প্রতিযোগিতার আয়োজন করেন।

 

বিএন স্কুল এন্ড কলেজ খুলনার শিক্ষার্থী রুম্মান বিন রেজাকে পুরস্কার স্বরূপ নগদ দুই লাখ টাকার চেক প্রদান করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
এসময় আরও উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম।

 

উল্লেখ্য, এ প্রতিযোগিতায় দেশের নির্মাতাদের নির্মিত সর্বমােট চারশ’টি চলচ্চিত্র অংশগ্রহণ করে। যার মধ্যে সেরা হিসেবে স্থান করে নেয় বিএন স্কুল এন্ড কলেজ খুলনা শিক্ষার্থীদের নির্মিত চলচ্চিত্র ‘পথিকৃৎ’।