UsharAlo logo
বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ইরানের সাথে পরমাণু সমঝোতায় ফেরার ব্যাপারে আমেরিকা এখনও বহুদূর

usharalodesk
মে ৪, ২০২১ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ইসরাইলের এক কর্মকর্তার বরাতে মার্কিন নিউজ ওয়েবসাইট এক্সিওস জানায়, গত শুক্রবার (৩০ এপ্রিল) হোয়াইট হাউসে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠকের সময় ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেন বলেন যে, ‘ইরানের সাথে পরমাণু সমঝোতার মূল চুক্তিতে ফেরা আমেরিকার জন্য একটি ভুল হবে।’

এসময় প্রেসিডেন্ট জো বাইডেন ইসরাইলি গুপ্তচর প্রধান ইয়োসি কোহেনকে আশ্বস্ত করে জানান, পরমাণু সমঝোতায় ফেরার ব্যাপারে ইরানের সাথে আলোচনা থেকে আমেরিকা বহুদূরে রয়েছে। বাইডেন আরও বলেন, ‘ভিয়েনায় আলোচনার পর সমঝোতা প্রতিষ্ঠত হলে তবেই আমেরিকা ২০১৫ সালের পরমাণু সমঝোতায় আবারও ফিরবে।’

উল্লেখ্য, পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসার বিষয়ে ইহুদিবাদী ইসরাইল অনেক আগে থেকেই বিরোধিতা করে আসছে।

(ঊষার আলো-এফএসপি)