UsharAlo logo
বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ইয়াসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে দাকোপে সিপিবি’র মানববন্ধন

usharalodesk
জুন ৬, ২০২১ ৯:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সম্প্রতি ঘটে যাওয়া ঘূর্ণিঝড় ইয়াসের জলোচ্ছ্বাসে ঢাংমারীসহ সংশ্লিষ্ট এলাকার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র বানিয়াশান্তা ইউনিয়ন শাখার উদ্যোগে শনিবার (৫ জুন) ঢাংমারীতে বিকেল ৫টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় সিপিবি নেতা বিশ্বজিৎ মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি’র কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ। বিশেষ অতিথি ছিলেন জেলা সাধারণ সম্পাদক অ্যাড. এম এম রুহুল আমিন ও দাকোপ উপজেলা সাধারণ সম্পাদক কিশোর রায়।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিপিবি নেতা সমীরণ রায়, সুবর্ণা মিত্র, নূর মোহম্মদ ঢালী, উত্তম মণ্ডল, দীপক মণ্ডল প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, দাকোপ উপজেলার বানিয়াশান্তা ইউনিয়নের ওয়াপদা রাস্তার বাইরে রেখামারী ও ঢাংমারীর প্রায় ৪ কিলোমিটার লম্বা গ্রাম। এর একপাশে পশুর নদী, অন্য পাশে ঢাংমারী নদী। ঘূর্ণিঝড় ইয়াসের জলোচ্ছ্বাসে দুই গ্রাম প্লাবিত হয়ে যায়। অনেকের বাড়িঘর ভেসে গেছে। গ্রামের রিং বাঁধ দেয়াও সম্ভব নয়। ফলে অন্যত্র পুনর্বাসন ছাড়া বিকল্প নেই। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে এ কর্মসূচি পালন করা হয়। এ সময়ে সিপিবি’র পক্ষ থেকে স্থানীয়দের মধ্যে সামান্য অর্থ সাহায্য করা হয়।

(ঊষার আলো-এমএনএস)