UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ক্যান্সার সোনালিকে প্রতিদিন বাঁচতে শিখিয়েছে

usharalodesk
জুন ৭, ২০২১ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গতকাল (৬ জুন) ছিল ক্যান্সারজয়ীদের দিন। সে দিনেই ইনস্টাগ্রামে এমন বার্তা দেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনালি বেন্দ্রে। সাথে ২টি ছবির কোলাজ। প্রথম ছবিটি তোলা হয়েছিল সোনালির অসুস্থ থাকার সময় হাসপাতালের বিছানায় ও অপরটি বর্তমান সময়ের। ২০১৮ সালের জুলাইয়ে সোনালি জানতে পারেন যে তিনি ক্যান্সারে আক্রান্ত। তারপরই উড়াল দেন নিউ ইয়র্কে। চিকিৎসা নিয়ে সেই বছরের ডিসেম্বরে ভারতে ফিরে আসেন।

চুলগুলো খুবই পছন্দের ছিল সোনালির। তবে ক্যান্সারের চিকিৎসার জন্য চুলগুলো ফেলে দিতে হয়। কিন্তু মনোবল হারাননি ৪৬ বছরের সোনালি। সাহসের সাথে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করেন এবং সেই লড়াইয়ে জয়ীও হন। সোনালি সেই লড়াই লড়তে গিয়ে ধৈর্য ধারণ করতে শেখেন ও জীবনে আসা পরিবর্তনকে স্বাভাবিকভাবে মেনে নিতে শেখেন। সোনালির কাছে এখন প্রতিটি দিনই খুব গুরুত্বপূর্ণ। ক্যান্সারের খারাপ সময়টাই তাকে প্রতিদিন বাঁচতে শিখিয়েছে। যেমনটি তিনি লেখেন- “কীভাবে সময় চলে যায়। আজ আমি যখন পেছন তাকাই, আমি দেখি যুদ্ধে লড়াই করার সাহস ও দেখি দুর্বলতাকেও। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই ইচ্ছেটাকে দেখি, যা ক্যান্সার শব্দটিকে আমার জীবনের ওপর কেনও প্রভাব ফেলতে দেয়নি।”

(ঊষার আলো-এফএসপি)