UsharAlo logo
সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কয়রায় আক্তারুজ্জামান বাবু অক্সিজেন ব্যাংকে অক্সিজেন কনসেন্ট্রেশন সংযোজন 

koushikkln
জুলাই ১৫, ২০২১ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ‘হট লাইনে ফোন করি, অক্সিজেন যাবে আপনার বাড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে কয়রা উপজেলায় খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবুর নিজস্ব অর্থায়নে আর্ত মানবতার সেবায় আক্তারুজ্জামান বাবু অক্সিজেন ব্যাংক এবং অক্সিজেন ব্যাংকের নতুন সংযোজন অক্সিজেন কনসেন্ট্রেশন অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকাল ৫টায় সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে কয়রায় করোনা রোগীদের সুচিকিৎসার জন্য অক্সিজেন ব্যাংকের নতুন সংযোজন অক্সিজেন কনসেন্ট্রেশন যন্ত্র প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু। করোনা ভাইরাসের ভয়াবহতায় আক্রান্ত রোগীদের অক্সিজেনের ঘাটতি মেটাতে একান্ত নিজস্ব অর্থায়নে উপজেলায় এ অক্সিজেন কনসেন্ট্রেশন প্রদান করেন।

এ সময় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজা, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ^াস, মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাডঃ কেরামত আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা, কপোতাক্ষ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অদ্রিশ আদিত্য মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম বাহারুল ইসলাম, সংস্কৃতি সম্পাদক প্রভাষক শাহাবাজ আলী, ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির, জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, আওয়ামী লীগ নেতা মাষ্টার খায়রুল আলম, নির্মল চন্দ্র, জিয়াউর রহমান জুয়েল, যুবলীগ নেতা এ্যাডঃ আরাফাত হোসেন, জাকারিয়া, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, আশিকুজ্জামান প্রমুখ। এসময় বক্তারা বলেন, করোনা পরি¯িথতির মধ্যে কয়রায় আক্তারুজ্জামান বাবু অক্সিজেন ব্যাংক চালুর উদ্যোগটি অনন্য দৃষ্টান্ত। এ মূহুর্তে করোনা রোগীদের জন্য গুরুত্বপূর্ণ একটি উপাদান। এসময় এমপি বাবু বলেন, সময়মত অক্সিজেন পৌঁছে দিলে একজন রোগীর যেমন জীবন বাচতে পারে আবার অক্সিজেনের অভাবে একজন রোগীর জীবনহানিও ঘটতে পারে। আমি চাই কয়রা উপজেলার মানুষ যাতে করে অক্সিজেনের অভাবে না মরে সে জন্য এ অক্সিজেন ব্যাংক।