UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কয়রায় বিধ্বস্ত গ্রামীণ জনপদ সড়ক পরিদর্শনে এমপি বাবু

usharalodesk
এপ্রিল ১৯, ২০২১ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : ঘূর্ণিঝড় আম্পানে বেড়িবাঁধ ভেঙ্গে কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের বিধ্বস্ত হয়ে পড়া গ্রামের রাস্তা পরিদর্শন করেছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। সোমবার (১৯ এপ্রিল) দুপুরে পবিত্র রমজানের মধ্যে গ্রীষ্মের প্রখর রৌদ্রে রাস্তা পায়ে হেঁটে পরিদর্শন করে আগামী সপ্তাহে কাজ শুরু করার আশ্বাস দেন তিনি। উত্তর বেদকাশীর কাছারীবাড়ি, কাটমারচর এলাকার ১০ কিলোমিটার রাস্তার অবস্থা করুণ, এসব রাস্তা পরিদর্শন করেন এমপি আক্তারুজ্জামান বাবু। পরিদর্শনকালে সাংসদ আক্তারুজ্জামান বাবু আগামী সপ্তাহে জনগণের ভোগান্তি লাঘবে রাস্তার কাজ শুরুর আশ্বাস দিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা শহরের সুবিধা নিশ্চিত করা হবে গ্রামে। পরিকল্পিত ও টেকসই উন্নয়নে গ্রামের প্রতিটি সড়ক হবে পাকা। আগে যেসব সড়ক দিয়ে মানুষ হেঁটে যাতায়াত করতে দুর্ভোগ পোহাতো, আগামীতে সেইসব সড়কে চলাচল করবে সব ধরনের গাড়ি। সরকারের প্রতিটি সেক্টর এখন গ্রামীণ জনপদের সড়ক উন্নয়নে টেকসই পদ্ধতি গ্রহণ করেছেন। তিনি আরও বলেন, চলমান গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন কাজসমূহ সমাপ্ত হলেই জননেত্রী শেখ হাসিনার ঘোষণা মোতাবেক আগামীতে কয়রা-পাইকগাছার প্রতিটি জনপদ দৃশ্যমান পরিবর্তন হবে। যোগাযোগ খাতের অভাবনীয় পরিবর্তনে গ্রামের মানুষ পাবে শহরের সুবিধা। পরিদর্শনকালে কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান এ্যাড. কমলেশ কুমার সানা,স্থানীয় ইউপি চেয়ারম্যান সরদার নূরুল ইসলাম কোম্পানী,জেলা যুবলীগ নেতা শামীম সরকার,উত্তর বেদকাশী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গনেশ চন্দ্র মন্ডল,যুবলীগ নেতা এ্যাডঃ আরাফাত হোসেন, জেলা ছাত্রলীগ নেতা মাসুদুর রহমান মানিক, উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু,সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, ছাত্রলীগ নেতা রেজাউল করিম সজীব, সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া হোসেন, আছাফুর রহমান, মীর সদরুল আমিনসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(ঊষার আলো-এমএনএস)