UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঊষার আলো রিপোর্ট
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

বর্ণাঢ্য রেলি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে খুলনায় পালিত হল শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এর ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী।  ২৩ ফেব্রুয়ারি বিকেলে খুলনা মহানগর আওয়ামী লীগ কার্যালয় হতে র‍্যালিটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। সন্ধ্যায় শুরু হয় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি এস এম নূর হাসান জনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাদিকুর রহমান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। সম্মানিত অতিথি ছিলেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা দুই আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েল।
প্রধান বক্তা ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার প্রধান উপদেষ্টা ও খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। বিশেষ বক্তা ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার উপদেষ্টা ও মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সী মোঃ মাহবুব আলম সোহাগ।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সদস্য এস এম আকিল উদ্দিন, ২৮ নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল আহসান টিটু,শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা খুলনা জেলা শাখার সভাপতি কাজী মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এম এম তাজউদ্দীন আহমেদ, মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি শেখ মাইনুল হাসান রনি, সহ-সভাপতি,আল মামুন চৌধুরী ,
বাইতুল ইসলাম, এনামুল হক বিশ্বাস, জিয়াউর রহমান জিয়া,সিনিয়র যুগ্নসম্পাদক শাহ আরাফাত রাহিব, প্রচার সম্পাদক মইনুল হোসেন মৃদুল, ক্রীড়া সম্পাদক অমিত বালা, জেলা শাখার শেখ সোমা, ইতিশা মন্ডল, নগর শাখার উপ আইন সম্পাদক কামরুল হুদা রাফি,সোনাডাঙ্গা থানা শাখার হেলাল খান, শেখ মামুন, সদর থানা শাখার হায়দার আলী, রাব্বি আহমেদ রনি, মোঃ জাহিদ, খালিশপুর থানা শাখার মেহেদী হাসান তামিম, নিবিড় রায়। সবশেষে কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। উল্লেখ্য ১৯৮৯ সালের ২০ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ প্রতিষ্ঠা করেন।
Show quoted text