UsharAlo logo
রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনার বিএল কলেজ সম্মুখ সড়কটির বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

usharalodesk
জুন ১৫, ২০২১ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত ৬নং ওয়ার্ডস্থ নগরীর দৌলতপুরের দক্ষিনাঞ্চলের সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি বিএল কলেজের অবস্থান। খুলনার আশপাশের এলাকা ছাড়াও বিভিন্ন জেলা হতে প্রতিবছরই এই বিদ্যাপীঠে অসংখ্যক ছাত্র-ছাত্রী লেখাপড়া উদ্দেশ্য আসে, যদিও করোনা কারণে দীর্ঘ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। তাই বিপুল পরিমান ছাত্রের আনাগোনা আর দৌলতপুরবাসীর চলাচলের অত্যন্ত গুরুত্বপূর্ন সড়ক হিসাবে এই সড়কটি পরিচিত। দৌলতপুর মেইন সড়কের ট্রাফিক মোড় হতে পূর্বে এ লিংক রোডটি নতুনরাস্তার ট্যাংকলরী সমিতির সংলঘ্নে মিশেছে। কিন্তু দুঃখের বিষয় বর্তমান সময়টিতে গুরুত্বপূর্ন এ সড়কটি দিয়ে চলাচল করা অত্যন্ত কঠিন আর কষ্টের হয়ে পড়েছে। যার একমাত্র কারণ হলো দীর্ঘদিন ধরে সড়কটি খানাখন্দে। এ সড়কটিতে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ন প্রতিষ্ঠান। যার মধ্যে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ সহ আরো কয়েকটি প্রতিষ্ঠান। গুরুত্বপূর্ন চলাচল করতে গেলেই প্রতিনিয়ত খানাখন্দের তোপের মুখে পড়তে হচ্ছে। দীর্ঘদিন ধরে বেহাল দশায় পড়ে থাকা এ সড়কটি দিয়ে জনসাধারণের প্রতিদিনই যেমন চলাচলে দারুন দূর্ভোগ পোহাতে হচ্ছে অন্যদিকে সামান্য বৃষ্টিতে এ সড়কটি খানাখন্দের কারণে হাঁটু সমান পানি জমা হয়ে ছোট বড় যানবহনসহ চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। বর্তমান সরকার দেশের আর্থ-সামাজিক অবকাঠামোর উন্নয়নে বদ্ধ পরিকর। দেশ আজ উন্নয়নের মহাসড়কের জোয়ারে ভাসছে। কিন্তু কেসিসি’র উদ্যেগে মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে নুতন রাস্তা সংস্কারের উদ্যোগ গ্রহন করা হলেও কেসিসি’র আওতাধীন ৬নং ওয়ার্ডস্থ বিএল কলেজ সম্মুখ সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে বেহাল দশায় পড়ে আছে জানিয়েছেন এলাকার বসবাসীসহ একাধীক ব্যবসায়ীরা। খানাখন্দ থাকা সত্ত্বেও গুরুত্বপূর্ন এ রাস্তাটি দিয়ে প্রতিদিনই শতাধিক ইজিবাইক, ইট-বালি বহনকারী ছোট-বড় মাঝারী যানবহন চলাচল করে। খানাখন্দের কারণে এ সড়কদিয়ে যানবহন চলাচল করতে সম্প্রতি প্রায় শিকার হচ্ছে দূর্ঘটনার। আর বর্ষার সময় আর রক্ষা নেই। উত্তর কাশিপুরের বাসিন্দা ও ব্যবসায়ী মোঃ মনিরুজ্জামান মনি জানান, দৌলতপুর বাজার হতে ট্যাংকলরি মোড় পর্যন্ত বিএল কলেজ সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে বেহাল দশায় পড়ে আছে। দীর্ঘদিন ধরে বেহাল দশায় পড়ে থাকার কারনে এ রাস্তা দিয়ে জনসাধারণের প্রতিদিনের চলাচলে দারুন দূর্ভোগ পোহাতে হচ্ছে। তাছাড়া সামনে বর্ষার খানাখন্দে পানি জমে হয়ে বিকট অবস্থার সৃষ্টি করছে। রাস্তার নতুন সংস্কার বা মেরামতের ব্যাপারে দ্রুত যথাযথ কর্তৃপক্ষের নিকট আশু প্রতিকারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে কেসিসি’র নির্বাহী প্রকৌশলী মোঃ লিয়াকত আলী খান বলেন, খুলনার বিভিন্ন উন্নয়ণকল্পে ২৮’শ কোটি টাকা মধ্যে বিএল কলেজ সড়কটিও সংস্থারের ব্যয় রাখা হয়েছে। প্রকল্পের অনুমোদন পাওয়া মাত্র কেসিসি যথাসময়ে কাজ শুরু করবে বলে জানান এ কর্মকর্তা।
ইতিমধ্যেই বর্ষা শুরু হয়েছে, তাই অচিরেই সড়কটি মেরামতের জোরদাবি জানিয়েছে স্থানীয় ব্যবসায়ী সহ সড়কদিয়ে চলাচল করা সাধারণ মানুষ।
(ঊষার আলো-এমএনএস)