UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনার ভৈরব সেতুর নির্মাণ কাজে অগ্রগতি ফিরছে

koushikkln
সেপ্টেম্বর ১, ২০২২ ১১:০৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আশিকুর রহমান : খুলনাবাসির দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণের অংশ হিসাবে ভৈরব সেতুর দিঘলিয়া প্রান্তের ভূমি হস্তান্তর সম্পন্ন হওয়ার মধ্যে দিয়ে সেতুর নির্মাণ কাজে অগ্রগতি ফিরছে। এরই মধ্যে দিয়ে দিঘলিয়াসহ খুলনাবাসীর লালিত স্বপ্ন আরেক ধাপ এগিয়ে গেল। বিগত প্রায় দেড় বছর আগে শুরু হওয়া ভৈরব সেতুর নির্মাণ কাজে এই ভূমি হস্তান্তরের মাধ্যমে গতি ফিরবে ।

সেতুর কাজ আনুষ্ঠানিকভাবে আরম্ভ হওয়ার দীর্ঘ প্রায় দেড় বছর পর ভূমি অধিগ্রহণের সকল প্রক্রিয়া সম্পন্ন পর গত, ৩০ আগস্ট (মঙ্গলবার) স্থাবর সম্পত্তি অধিগ্রহণ হুকুম দখল আইন (২০১৭ সালের এর ২১নং) আইনের ৭ ধারার (৩), (ক) উপধারা মোতাবেক সেতুর দিঘলিয়া প্রান্তের ৪ শতাধিক ভূমির মালিকদের ক্ষতিপূরণের নোটিশ প্রেরন করা হয়।

খুলনা জেলা প্রশসকের পক্ষে আনুষ্ঠানিকভাবে গত, ৩১ আগষ্ট (বুধবার) ভূমি অধিগ্রহন কর্মকর্তা মোহাম্মাদ আল মামুন সেতুর তদারকি সংস্থা খুলনা সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মিজানুর রহমানের হাতে ১৩নং দেবনগর মৌজার মালিকানাধীন ৯ দশমিক ২৮৯২ একর, ১৪নং দিঘলিয়া মৌজার মালিকাধীন ১ দশমিক ০৮৬৮ একর, সর্বমোট ১০ দশমিক ৩৭৪ একর ভূমির কাগজপত্র হস্তান্তর করেন।

উল্লেখ্য, ২০২১ সালে ২৪ মে ভৈরব সেতুর নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলেও ভূমি অধিগ্রহনের বিষয়ে জটিলতার কারনে সেতুর কাজ প্রায় থমকে গিয়েছিল। সেতুর কাজ শুরুর পর ১৫ মাস সেতুর অগ্রগতি বলতে পূর্ব সাইড দিঘলিয়ার দেয়াড়া ইউনাইটেড ক্লাবের সংলগ্ন সরকারি খাসজমির উপর ২৪ এবং ২৫নং পিলারের কাজ চলমান এবং সেতুর পশ্চিম সাইড ভৈরব নদীর তীর সংলগ্ন সরকারি খাস জমির উপর ১৩ এবং ১৪নং পিলারের কাজ চলমান রয়েছে বলে দৃশ্যমান। যা সেতুর মোট কাজের ৩.৬ শতাংশ। কার্যাদেশ অনুযায়ী চলতি বছরের ২৭ নভেম্বর সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল বলে জানা গেছে।

৩১ আগস্ট (বুধবার ) দিঘলিয়ার দেয়াড়া ইউনাইটেড ক্লাব মাঠে বেলা ১১ টার দিকে সেতুর ঠিকাদারী প্রতিষ্ঠান ওয়াহিদ কনস্ট্রাকশন (লিঃ) করিম গ্রæপের এর স্টক ইয়ার্ড প্লাস বেসক্যাম্পে অনুষ্ঠিত এ ভূমি হস্তান্তর অনুষ্ঠানে টেলিফোনে সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্ঠা ড.মশিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলম, অর্থনৈতিক উপদেষ্ঠার ব্যক্তিগত কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচা, ভৈরব সেতুর কনস্যালটেন্ট ফার্মের টিম লিডার প্রকৌশলী রইস উদ্দিন, কনস্যালটেন্ট প্রকৌশলী কমলেন্দু মজুমদার, টিমের জুনিয়র প্রকৌশলী আঃ আজিজ, খুলনা সওজ এর উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান, ভৈবর সেতুর প্রজেক্ট ম্যানেজার প্রকৌশলী এস এম নাজমুল, প্রকল্পের প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান, মিজানুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ে সার্ভেয়ার মোঃ মোতালেব হোসেন, খুলনা সওজ এর সার্ভেয়ার মোঃ নাজমুল ইসলামসহ অনেকে।

খুলনা সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এর নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ জানান, জেলা প্রশাসকের আন্তরিকার কারনে গেল বুধবার দিঘলিয়া প্রান্তের ভূমি অধিগ্রহণ কাগজপত্র ঝুঝে পেয়েছি। অবসান হলো জটিলতার, ভূমি অধিগ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কারনে দ্রæত সেতুর কাজের অগ্রগতি বৃদ্ধি পাবে। সেতুর পশ্চিম সাইড রেলিগেট হতে মুহসীন মোড় পর্যন্ত ভূমি অধিগ্রহণের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, সেতুর পশ্চিম প্রান্তের ভূমি অধিগ্রহনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।