UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

খুলনার দুই হাসপাতালে মৃত্যু কমে ৩

usharalodesk
আগস্ট ৯, ২০২১ ১১:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : করোনা আক্রান্ত হয়ে খুলনার ২টি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার (৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

এরমধ্যে, খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ১ জন ও শহীদ শেখ আবু নাসের হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে। তবে, খুলনা জেনারেল হাসপাতাল, সিটি মেডিক‌্যাল কলেজ হাসপাতাল ও গাজী মেডিক‌্যাল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় কোন রোগীর মৃত্যু হয়নি। গত ৯ জুলাই ২৪ ঘন্টায় ২৭ জনের মৃত্যু হয়েছিল যেটি খুলনা মহানগরীর সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তি হলেন- রূপসা উপজেলার নাসিমা বেগম (৩৫)। বর্তমানে চিকিৎসাধীন ১৩১ জনের মধ্যে রেড জোনে ৫৯ জন, ইয়ালো জোনে ৩৯ জন এবং আইসিইউতে ২০ জন রয়েছে।

খুলনার শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘন্টায় মৃতরা হলেন, বাগেরহাট মোংলার বিশ্বাস আতাউর রহমান (৭৫) ও ঝিনাইদহের হরিণাকুন্ডু পাইরা বাজারের ফজলুর রহমান (৬৫)। চিকিৎসাধীন রয়েছেন ৩২ জন।

রোববার (৮ আগস্ট) রাতে খুমেক পিসিআর ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় ১২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। যারমধ্যে খুলনার ১১০, যশোরের ৭, বাগেরহাটের ৫, নড়াইলের ২, ঝিনাইদহ এবং গোপালগঞ্জের ১ জন করে করোনা পজেটিভ শনাক্ত হয়।

(ঊষার আলো-আরএম)