UsharAlo logo
শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চুলার আগুনে পাঁচ পরিবার নিঃস্ব

usharalodesk
এপ্রিল ২৬, ২০২১ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মেহেদী হাসান, মণিরামপুর : যশোরের মণিরামপুরে রান্না ঘরের আগুনে পাঁচ পরিবারের বসতঘর ও রান্নাঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার খড়িঞ্চি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুন সবকিছু ভস্মিভূত করেছে।
ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবার হলেন, প্রভাস রায়, সাধন রায়, সুজিত রায়, হরিদাস রায় ও রণজিৎ রায়। এদের মধ্যে প্রভাস রায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তার বসতঘরের আসবাবপত্র, টেলিভিশন, জামাকাপড়সহ সবকিছু পুড়ে ছাই হয়েছে। স্থানীয় স্বাস্থ্যকর্মী মহিতোষ মণ্ডল বলেন, দুপুরে সুজিত রায়ের মেয়ে দিপা রায় রান্না করছিল। হঠাৎ আগুন উপরে উঠে রান্না ঘর ধরে যায়। একেএকে আগুন লাগে বাকি ঘরগুলোতে। খেদাপাড়া ক্যাম্পের আইসি এসআই গোলাম রসুল বলেন, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার পাঁচ মিনিটে আমি ঘটনাস্থলে পৌঁছেছি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। আগুনে পাঁচ পরিবারের প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে মণিরামপুর ফায়ার স্টেশনের কন্ট্রোলরুম থেকে জানানো হয়েছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এই ব্যাপারে অধিকতর জানতে চাইলে স্টেশন অফিসার আবু আহসান ফোন ধরেননি।

(ঊষার আলো-এমএনএস)