UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জনগণের রুটি-রুজি বন্ধের পথে : মঞ্জু

koushikkln
জুলাই ১২, ২০২১ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সরকারের দূরদর্শিতা অভাবে এবং ব্যর্থতার কারনে আমরা কঠিন সময়ের মধ্যে দিনাতিপাত করছি। সাধারন মানুষের জীবন-জীবিকা আজ স্তব্ধ হয়ে পড়েছে। নিম্ন আয় থেকে শুরু করে মধ্যম আয়ের মানুষের জীবিকা বন্ধ হয়ে গেছে। সরকারের অপরিকল্পিত নীতির কারণে পুরো জাতিকে আজ খেসারত দিতে হচ্ছে। করোনা প্রকোপের দেড় বছরেও হাসপাতালগুলোতে হাইফ্লো অক্সিজেন, আইসিইউ সঙ্কট রয়েছে। সরকারের উদাসীনতা ও একগুঁয়েমির কারণে জনগণের রুটি-রুজি বন্ধের পথে।
সাবেক সংসদ সদস্য মঞ্জু আরও বলেন, সরকার বলছিলো আমরা করোনার চেয়েও শক্তিশালী। পৃথিবীর অনেক দেশে এমনকি ভারতেও যেখানে লকডাউন প্রত্যাহার করে জনজীবন আজ প্রায় স্বাভাবিক, জীবিকা চলমান; অথচ সেখানে আমাদের জীবন আজ শঙ্কার মুখে। সোমবার (১২ জুলাই) খুলনা সদর থানার ২৮ নং ওয়ার্ডে ও দৌলতপুর থানার ১ ও ৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় কর্মহীন ক্ষুধার্ত ৫শ’ মানুষের মাঝে রান্না খাবার বিতরণকালে মঞ্জু এসব কথা বলেন। তিনি বলেন, মানুষের পেটে ক্ষুধা রেখে বিধিনিষেধ, লকডাউন, কঠোর লকডাউন এমনকি কারফিউ কার্যকর করা সম্ভব হবে না। বেলা সাড়ে ১২টায় খুলনা সদর থানার ২৮ নং ওয়ার্ডে বিএনপির ও অঙ্গদলের উদ্যোগে টুটপাড়া সেন্ট্রাল রোড, পশ্চিম টুটপাড়া, দক্ষিন টুটপাড়া, মিয়াপাড়া এলাকায় রান্না খাবার বিতরনকালে উপস্থিত ছিলেন সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, জাফরুল্লাহ খান সাচ্চু, রেহানা ঈসা, আরিফুজ্জামান অপু, মেহেদী হাসান দিপু, ইউসুফ হারুন মজনু, হাসানুর রশিদ মিরাজ, ইসাহাক তালুকদার, জি এম রফিকুল হাসান, ডা. ফারুক হোসেন, হাবিবুর রহমান, সিরাজুল ইসলাম লিটন, শামীম আশরাফ, সেলিম বড়মিয়া, রাশিদুল আলম বাপ্পি, সাজ্জাদ হোসেন জিতু, আবু তালেব, আল মামুন, আনিসুর রহমান সেলিম, মাসুদ রুমী, মো. এাসুদ, জাহাঙ্গীর হোসেন, আলম প্রমূখ। অপরদিকে দুপুর দেড়টায় দৌলতপুর থানার ১নং ওয়ার্ডের মানিকতলা ও ৩নং ওয়ার্ডের কার্তিককুল এলাকায় রান্না খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন শেখ মুশাররফ হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, সিরাজুল হক নান্নু, মেহেদী হাসান দিপু, ইউসুফ হারুন মজনু, মিজানুর রহমান মিলটন, বেলায়েত হোসেন, আ.হালিম, শরিফুল আনাম, আবুল কালাম শিকদার,মাজেদুল ইসলাম, জলিল হাওলাদার, সাইদুল ইসলাম, হেমায়েত হোসেন, শওকত আলী, আইয়ুব আলী, আকরাম হোসেন, শওকত হায়াত, শামীম আশরাফ, মিঠু খান, এরশাদ হোসেন, রাজিবুল আলম বাপ্পি, তানিরুল হুদা লিটন, নাজমুল হোসেন, রাকিব হোসেন, জামিল হোসেন, মো.হুমায়ুন, ওলিয়ার রহমান, আসাদুর রহমান প্রমুখ।