UsharAlo logo
শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জীবন-জীবিকার নিশ্চয়তা না করে লকডাউন অমানবিক

usharalodesk
জুন ১৭, ২০২১ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : প্রতিদিন খুলনাসহ সারাদেশে সরকার করোনা সংক্রমণে দ্বিতীয় দফায় লকডাউন ঘোষণা করেছে। বর্তমান পেক্ষাপটে এটা অবশ্যই বাস্তবসম্মত ও যৌক্তিক। কিন্তু সরকারের এজন্য কোনো ত্রাণ বা প্রণোদনার কোনো ব্যবস্থা পরিলক্ষিত নয়। যে সামান্য প্রণোদনা দেয়া হয়েছে তা যেমন পর্যাপ্ত নয়, তেমনি সর্বত্র সমভাবে বণ্টনও হয়নি। এতে সুবিধা বঞ্চিত সাধারণ মানুষ দারুণভাবে আর্থিক সংকটের সম্মুখীন হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, রোগ প্রতিরোধ করতে যেয়ে রোগীকেই যদি মেরে ফেলি তাহলে লকডাউন বুমেরাং হয়ে যাবে। আমরা লক্ষ্য করেছি খুলনার নগরীর শান্তিধাম মোড়, রয়্যাল মোড়, সাত রাস্তা মোড়, ফেরীঘাটসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত লকডাউন বাস্তবায়নে অভিযান চালিয়েছে এবং জরিমানা করা হচ্ছে। এতে বহু মানুষ মারাত্মক আর্থিক সংকটে পড়ে সংসার চালাতে হিমসিম খাচ্ছে। নেতৃবৃন্দ এ ব্যাপারে প্রশসনের দৃষ্টি আকর্ষণ করে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিদাতারা হলেন সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক এ্যাড. কুদরত-ই-খুদা, বিএমএ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা জেলা সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম, খুলনা নাগরিক সমাজ-এর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এড. আ ফ ম মহসীন, খুলনা বিভাগীয় আয়কর আইনজীবী ফেডারেশনের সভাপতি এস এম শাহ নওয়াজ আলী, বাম গণতান্ত্রিক জোট ও গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা সভাপতি এ্যাড. মিনা মিজানুর রহমান, সিপিবি জেলা সাধারণ সম্পাদক এড. এম এম রুহুল আমিন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু, ইউনাইটেড কমিউনিস্ট লীগ জেলা সাধারণ সম্পাদক ডাঃ সমরেশ রায়, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) জেলা সভাপতি মোজাম্মেল হক খান, সাধারণ সম্পাদক গাজী নওশের আলী, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এ্যাড. মোঃ বাবুল হাওলাদার, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহীন জামাল পন, নারীনেত্রী সুতপা বেদজ্ঞ, নাগরিক নেতা এ্যাড. জাহাঙ্গীর আলম সিদ্দিকী, বেলার খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, নিরাপদ সড়ক চাই (নিসচা)’র নগর সভাপতি এস এম ইকবাল হোসেন বিপ্লব, নাগরিক নেতা আফজাল হোসেন রাজু।
(ঊষার আলো-এমএনএস)