UsharAlo logo
রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জেলা জাতীয় পার্টি, রূপসা-তেরখাদা-দিঘলিয়া উপজেলার যৌথসভা

koushikkln
সেপ্টেম্বর ১৭, ২০২২ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : শনিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও জেলা জাপার সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামানের সভাপতিত্বে রূপসা-তেরখাদা-দিঘলিয়া উপজেলার যৌথসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জেলা জাপার সভাপতি শফিকুল ইসলাম মধু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য ডাঃ সৈয়দ আবুল কাশেম, ইসমাইল খান টিপু, ওদুদ মোড়ল, এস এম এরশাদুজ্জামান ডলার, জেলা সহ-সভাপতি রিয়াজ উদ্দিন হাওলাদার, জাপা নেতা সরদার জিয়াউল হক, সুলতান মাহমুদ, রহমত আলী খান, এড. লুৎফর রহমান, গফফর মাস্টার, মোঃ কায়েছেদ, মোস্তাফিজুর রহমান লাভলু, ফ ম হাফিজুর রহমান, মোঃ হাসমত আলী, নজরুল ইসলাম পাইক, চৌধুরী মাহাতাব উদ্দিন, শেখ তাজুল ইসলাম, শফিকুল ইসলাম বাচ্চু, গোলাম রসুল, মোঃ ইয়াসিন, ইফতিখার আহমেদ, মোঃ ইয়াহিয়া, ওয়াহিদুজ্জামান বাদল, মিশকাত মোল্যা, মুরাদ আলী, সরদার হাজী নুরু মিয়া, মোঃ বাবুল সরদার, মোঃ সোহানুর রহমান, ইউসুফ হোসেন রাহুল, আনিসুর রহমান, মোঃ মেস্তাফিজুর রহমান, মাহবুব আলম, মোঃ হাসান মোল্যা, তরিকুল ইসলাম তকি, পরিতোশ বিশ্বাস, নুরুল ইসলাম মোড়ল, তাজুল ফকির, বাচ্চু ফকির, সালাউদ্দিন লাভলু, মোঃ আসলাম, মোঃ খোরশেদ, দেলোয়ার হোসেন, এস এম গাউসুল হক, গাজী মোশাররফ হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক না হয়ে প্রকারান্তরে দেশ সাম্প্রদায়িক ধারায় প্রত্যাবর্তনের বলয় তৈরির রাজনৈতিক মেরুকরণ স্পষ্ট। দেশে আজ লুটপাটের রাজত্ব কায়েম হয়েছে। জ্বালানি তেলসহ সকল নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এর থেকে পরিত্রাণ পেতে আগামীদিনে জনগণের রায় নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে রাষ্ট্র পরিচালনায় নিয়ে আসতে হবে।