UsharAlo logo
মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দাকোপ ও কয়রা উপকূলে অতিদরিদ্রদের কর্মসংস্থানে দক্ষ করবে ইআরসিসি প্রকল্প

koushikkln
নভেম্বর ১০, ২০২১ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা উপকূলীয় দাকোপ ও কয়রায় উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হতে ঝড়ে পড়া ও অল্প দক্ষতা সম্পন্ন এবং অতি দরিদ্র পরিবারের সদস্যদের যুতসই কর্মস্থানের উদ্যোগ নেয়া হয়েছে। এসব মানুষদের স্থানীয় কর্মসংস্থান সৃষ্টিকারী প্রতিষ্ঠানের চাহিদা অনুসারে ভোকেশনাল, কারিগরী দক্ষতা উন্নয়ন ও হস্তশিল্পের উপর প্রশিক্ষণ দেয়া হবে। পরে তাদের কর্মসংস্থান করা হবে। ইনহান্সিং রিজেলিয়েন্স অব কোস্টাল কমিউনিটি (ইআরসিসি) প্রকল্প এটি বাস্তবায়ন করবে।

বুধবার (১০ নভেম্বর) সকালে নগরীর একটি অভিজাত হোটেলে এক কর্মশালায় এ তথ্য জানানো হয়।
বেসকারী উন্নয়ন সংস্থা সুশীলন ওয়াল্ডওয়াইডের কারিগরী সহায়তায় ও দাতা সংস্থা কোরেন ইন্টারন্যাশনালের অর্থায়নে এটি বাস্তবায়ন করবে।
সাঈদ মো. রিয়াদের সভাপতিত্বে কর্মশালায় মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন করেন ইন্সপেরার মুনতাসীর তাহমিদ চৌধুরী। বক্তব্য দেন খুলনা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ এ কে এম মনিরুল ইসলাম, মহারাজপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মামুন, কামারখোলা ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, বিসিকের উপ মহাব্যবস্থাপক মো. আবির হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য দেন সুশীলনের প্রকল্প ব্যবস্থাপন শঙ্কর কুমার দাস।