UsharAlo logo
বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নগরীর মহাসড়ক জুড়ে যানজটে ভোগান্তি, বাড়ছে দুর্ঘটনা

usharalodesk
জুন ৮, ২০২১ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : নগরীর দৌলতপুরের খুলনা-যশোর মহাসড়ক যেন সম্প্রতি সময়ে যানজটের কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। যানজটের কারণে দীর্ঘ লাইনে পড়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে সকল শ্রেণির মানুষকে সেই সাথে সড়কে সম্প্রতি সময়ে বেড়েই চলেছে বেশ দুর্ঘটনার ঘটনাও। নগরীর দৌলতপুর মহাসড়ক জুড়ে ছুটে চলা এলোপাতাড়ি মাহেন্দ্র, সিএনজি, ইজিবাইক, ইজ্ঞিন চালিত রিক্সা-ভ্যান, হালকা-মাঝারী যানবহনসহ বাস-ট্রাকের দীর্ঘ লাইনের যানজটে চরম ভোগান্তিতে পড়ছে মহাসড়কে চলাচলরত পথচারীসহ সাধারণ মানুষ। এ যানজটের কারণে গন্তব্যস্থলে যেতে দীর্ঘ সময় লাগছে।
সরেজমিনে দেখা যায়, দৌলতপুর বাসস্ট্যান্ড মোড় হতে শুরু করে মুহসীন মোড় সম্মুখ পর্যন্ত এ সকল যানবহনের দীর্ঘ লাইন। এ যানজট ছাড়াতে যেন হাঁপিয়ে উঠছে ট্রাফিক বিভাগের দায়িত্বরত কর্মকর্তাবৃন্দ। মহাসড়কে চলাচলরত ক্ষুদ্র বা মাঝারী যানবহন তথা মাহেন্দ্র, সিএনজি, ইজিবাইক, ইজ্ঞিনের রিক্সা-ভ্যান, দূরপাল্লার বাস গুলোর যাত্রী ওঠা নামানোর প্রতিযোগীতা, অপরিমিত পার্কিংয়ের কারণেই বেড়েই চলেছে যানজটসহ ছোট বড় দুর্ঘটনার। দীর্ঘ এ যানজট প্রতিয়মান হচ্ছে, সকাল ৯টার পর হতে দুপুরসহ সন্ধ্যায়। তীব্র গরমে দীর্ঘ যানজটে পড়ে সাধারণ পথচারীসহ সকলেই অতিষ্ট হয়ে ওঠেছে। সম্প্রতি সময়ে দৌলতপুরে বেশ যানজটের সৃষ্টি হচ্ছে। এ সমস্যার নিরসনে ট্রাফিক বিভাগের সুদৃষ্টি কামনা করছি।
এ ব্যাপারে ডিপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) কে অবগত করা হলে তিনি জানান, আমরা ইতিমধ্যেই দৌলতপুরে পুলিশ উপ-পরিদর্শকের দায়িত্ব বাড়িয়েছি এবং শহরকে যানজট মুক্ত রাখার জন্য কাজ করে যাচ্ছি। যেহেতু দৌলতপুর মহাসড়কে যানজটের বিষয়ে বলা হয়েছে, আমি অচিরেই এ সমস্যার নিরসনে ব্যবস্থা গ্রহণ করবো বলে তিনি জানান।

(ঊষার আলো-এমএনএস)