UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নতুন যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান

usharalodesk
মে ৫, ২০২১ ১২:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ফেব্রুয়ারিতে করা যুদ্ধবিরতি চুক্তি প্রথমবার লঙ্ঘন করেছে পাকিস্তান। জানা যায়, গত সোমবার জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমান্তের ভারতীয় সীমান্ত চৌকিতে গুলি ও গোলাবর্ষণ করেছে পাকিস্তানের সেনারা।
ভারতের সরকারি কর্মকর্তারা বলছে, গত সোমবার ভোর ৬টা নাগাদ সাম্বা জেলার রামগড় সেক্টরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) লক্ষ্য করে পাকিস্তানি সেনারা হামলা চালায়।
বিএসএফ-এর কর্মকর্তারা বলছে, তারা কার্যকরভাবে পাল্টা জবাব দিয়েছে এবং পাকিস্তানি আগ্রাসনের বিপক্ষে তা যথাযথ জবাব।
অথচ, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি অপ্রত্যাশিতভাবেই ভারত ও পাকিস্তান উভয় পক্ষই ঘোষণা করেছিল যে, উভয় পক্ষের সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর যুদ্ধবিরতি চুক্তি কঠোরভাবে মেনে চলবে।
প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) দীর্ঘ সময় ধরে ভারত-চীনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যেই গত ফেব্রুয়ারিতে যুদ্ধবিরতি চুক্তি নতুন করে মেনে চলার ঘোষণা আসে ভারত-পাকিস্তানের মধ্যে। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি ভঙ্গ করল পাকিস্তান।

(ঊষার আলো- এম.এইচ)