UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নোংরা পরিবেশের কারণে নিউ সাতক্ষীরা ঘোষ ডেয়ারীকে জরিমানা

usharalodesk
এপ্রিল ২২, ২০২১ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে বৃহস্পতিবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নগরীতে ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়। টিমটি নগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় অভিযান পরিচালনা করে। আহসান আহমেদ রোডস্থ নোংরা ও অস্বাস্থকর পরিবেশ, বাসী উপকরণ ব্যবহার করার দায়ে নিউ সাতক্ষীরা ঘোষ ডেয়ারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সোনাডাঙ্গা মজিদ স্বরনীর খান ডিপার্টমেন্টাল স্টোরে নির্ধারিত মূল্য অপেক্ষা দাম বেশি নেয়ায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। সামাজিক দূরত্ব বজায় রাখা, মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করতে অনুরোধ জানানো হয় এবং পথচারিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। একই সাথে টিসিবির ট্রাক সেল কার্যক্রম তদারকি করা হয়। জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

(ঊষার আলো-এমএনএস)