UsharAlo logo
বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গে বিজেপিকে হারিয়ে তৃণমূলের হ্যাটট্রিক জয়

usharalodesk
মে ২, ২০২১ ১১:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পশ্চিমবঙ্গ বিধান সভার নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজেপিকে হারিয়ে তৃতীয়বারের মতো ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। ক্ষমতায় যাওয়ার জন্য প্রয়োজনীয় ১৪৮টির বেশি আসনে জয়লাভ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল।
০২ মে রোববার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির সবশেষ খবরে বলা হয়েছে, ক্ষমতায় যাওয়ার জন্য প্রয়োজন ছিল ১৪৮টি আসন। প্রাথমিকভাবে ঘোষিত ২৭৮টি আসনের মধ্যে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল পেয়েছে ১৫৩টি আসন। অন্যদিকে বিজেপি পেয়েছে ১১৮টি আসন।
এদিন, সকাল থেকে এখনও ৮ দফার নির্বাচনের ফল ঘোষণা করা হচ্ছে। ভারতীয় সময় সকাল ৮টা (বাংলাদেশ সাড়ে ৮টা) থেকেই পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯২টি আসনের ভোট গণনা শুরু হয়।
বিধানসভার মোট আসন ২৯৪টি থাকলেও ২ প্রার্থী মারা যাওয়ায় ওই ২ টি আসনের নির্বাচন স্থগিত করা হয়। সমশেরগঞ্জ এবং জঙ্গিপুরে করোনা সংক্রমিত হয়ে ২ প্রার্থীর মৃত্যুর কারণে ওই ২ আসনে ভোট হবে ১৬ মে।

(ঊষার আলো- এম. এইচ)