UsharAlo logo
বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পাইকগাছার পল্লী সঞ্চয় ব্যাংকের টাকা চুরির ৪ মাস পর আটক-১

usharalodesk
মে ৬, ২০২১ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় আলোচিত পল্লী সঞ্চয় ব্যাংক শাখার ২ লক্ষ ৪০ হাজার টাকা চুরির ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। থানা পুলিশ গত ৪ মে টিটন খান (৩০) নামে ওই ব্যক্তিকে চুরি মামলার সন্দেহে আসামী হিসেবে আটক করে। আটক টিটন জেলার দীঘলিয়া উপজেলার পানিগাতী এলাকার মোঃ হারুন খানের ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, পল্লী সঞ্চয় ব্যাংক পাইকগাছা শাখার ক্যাশিয়ার রবিউল ইসলাম এর ক্যাশ টেবিলের ড্রয়ারের সদস্যদের ঋণ দেয়ার জন্য ২ লক্ষ ৪০ হাজার টাকা রাখা ছিল। বিগত ৪ মাস আগে ১২ জানুয়ারি দুপুর ৩টার দিকে উক্ত টাকা চুরি হয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা করা হয়। যার নং- ১৩, তাং- ১২/০১/২০২১ ইং। থানা পুলিশ সিসি টিভির ধারণকৃত ফুটেজ সংগ্রহ করলেও প্রকৃত অপরাধী সনাক্ত করতে পুলিশকে বেগ পেতে হয়। অবশেষে গত ৪ মে আটককৃত টিটন তালা উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংক শাখার আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করাকালীন সময়ে তালা থানা পুলিশ তাকে আটক করে। পরে পাইকগাছা থানা পুলিশ তালা থানার ১৩৩নং জিডি মূলে টিটনকে নিজেদের হেফাজতে নেয়। পল্লী সঞ্চয় ব্যাংকের পক্ষ থেকে দায়েরকৃত চুরি মামলায় টিটনকে গ্রেফতার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে ওসি এজাজ শফী জানিয়েছেন।
ওসি আরও জানান, প্রযুক্তিগতভাবে অনেক কিছুর সাথে আটক টিটনের অনেক কিছুই মিলে গেছে। আশা করছি রিমান্ড শেষে টিটনের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

(ঊষার আলো-এসএস)