UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পাইকগাছায় পৌরসভাসহ ৪টি হাট-বাজারে কঠোর বিধিনিষেধ আরোপের সুপারিশ

usharalodesk
জুন ৮, ২০২১ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় করোনার প্রাদূর্ভাব বৃদ্ধি পাওয়ায় পৌরসভা সহ ৪টি হাট-বাজারে কঠোর বিধিনিষেধ আরোপ করার সুপারিশ করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি। মঙ্গলবার উপজেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিধিনিষেধ অনুমোদনের জন্য জেলা করোনা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক বরাবর প্রেরণ করা হয়েছে। জেলা কমিটির অনুমোদনক্রমে ১০ জুন (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে আরোপিত বিধিনিষেধ কার্যকর শুরু হবে। ১৬ জুন বুধবার রাত ১২টা পর্যন্ত তা বহাল থাকবে বলে উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানিয়েছেন। সম্প্রতি পৌর সদর সহ বেশ কিছু ইউনিয়নে করোনা সংক্রমনের হার ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে উপজেলা করোনা সংক্রমন প্রতিরোধ কমিটি সোমবার জরুরী সভা করে সংক্রমন প্রতিরোধে বিধি নিষেধের ওপর বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্তগুলো বাস্তবায়নের লক্ষে সুপারিশ আকারে জেলা করোনা সংক্রমন প্রতিরোধ কমিটির নিকট অনুমোদনের জন্য প্রেরণ করে উপজেলা কমিটি। জেলা কমিটির অনুমোদন সাপেক্ষে বৃহস্পতিবার থেকে পাইকগাছা পৌরসভা, কপিলমুনি হাট, চাঁদখালী হাট, বাঁকা ও কাটিপাড়া বাজারের জন্য কঠোর বিধিনিষেধ কার্যকর হবে। বিধিনিষেধের মধ্যে থাকছে, নির্দিষ্ট এলাকার ঔষধ, নিত্য প্রয়োজনীয় মুদি দোকান, কাঁচা বাজার, কৃষিদ্রব্য ও নির্মাণ সামগ্রী দোকান খোলা থাকবে। অন্য সব ধরণের দোকান পাট ও শপিং মহল বন্ধ থাকবে। সকল ক্রেতা ও বিক্রেতা সহ সর্বসাধারণকে বাধ্যতামূলক মাস্ক পরিধান করতে হবে। নুন্যতম ৩ ফুট দূরত্ব বজায় রাখা সহ স্বাস্থ্যবিধি কঠোর ভাবে মানতে হবে। এসব বিধিনিষেধ প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার দিনভর পৌরসভা সহ সংশ্লিষ্ট হাট-বাজারে মাইকিং করে জনসাধারণকে অবহিত করা হয়েছে। এসব বিধিনিষেধ যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে উপজেলা নির্বাহী অফিসার জানিয়েছেন।

এদিকে, পাইকগাছা উপজেলা পানি কমিটির ত্রি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে পানি কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রাজ্জাক মলঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি শেখ আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক কাজী তোকাররম হোসেন টুকু, মুক্তিযোদ্ধা রণজিৎ কুমার সরকার, মোস্তফা কামরুজ্জামান, প্রভাষক রেজাউল করিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, এসনেয়ারা খানম, নাজমা কামাল, ¯েœহেন্দু বিকাশ, সুকৃতি মোহন সরকার, রবীন্দ্রনাথ কর্মকার, ঝর্ণা রানী মন্ডল, বিবেকনন্দ ধর, কৃষ্ণ রায়, পূর্ণচন্দ্র মন্ডল ও উত্তরণের দীলিপ কুমার। সভায় শিব্সা নদী দ্রæত খনন ও টিআরএম পদ্ধতি বাস্তবায়ন, পাইকগাছা পৌরসভার সকল সরকারি খাল ও খাস জমি উদ্ধার, শহর রক্ষা বাঁধ নির্মাণ এবং পৌর অভ্যন্তরে লবণ পানি উত্তোলন বন্ধ ও উপজেলার সকল সরকারি খাল ও খাস জমি উদ্ধার এবং স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবী জানানো হয়। দাবী বাস্তবায়নে পরবর্তীতে মানববন্ধন কর্মসূচি পালন করারও সিদ্ধান্ত হয় সভায়।

(ঊষার আলো-আরএম)