UsharAlo logo
শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বইমেলায় পরীমনি

usharalodesk
মার্চ ২২, ২০২১ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : চিত্রনায়িকা পরীমনি বেশ ক’বারই অমর একুশে বইমেলায় গিয়েছেন। ঘুরে বেড়িয়েছেন, বই কিনেছেন। কিন্তু এবার বইমেলায় যাওয়াটা ভিন্ন এক কারণে। আর তা হচ্ছে ‘মুখোশ’ ছবির জন্য। আগামী ৩০ মার্চ সন্ধ্যার পর বইমেলায় এক শুটিংয়ে অংশ নেবেন পরী।
ছবিটির নির্মাতা ইফতেখার শুভ বলেন, ‘আগামী ৩০ মার্চ সন্ধ্যা পর্যন্ত এফডিসিতে শুটিং চলবে। এরপর পুরো ইউনিট যাবে মেলায়। এ বিষয়ে সব ধরণের প্রস্তুতি ও অনুমতির পর্ব শেষ হয়েছে। এমন পরিবেশে কাজ করাটা খুব কঠিন। মেলায় আগত পাঠক ও প্রকাশকদের সমস্যা হয়তো হবে। কিন্তু সিনেমার কারণে ও ভালো দৃশ্যের জন্য আমাদের এটুকু ছাড়তো দিতেই হবে।’
তিনি আরও বলেন, ঐদিন পরীমনি ছাড়াও মেলায় আরও থাকবেন মোশাররফ করিম, রোশান, তারেক স্বপন ও প্রাণ রায়। তারা প্রত্যেকেই ‘মুখোশ’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন।
পরীমনি বলেন, ‘বরাবরই বইমেলা আমাকে খুব টানে। শেষবার গিয়েছিলাম ২০১৫ সালে। প্রতিবার যেতে চাই, কিন্তু নানা ব্যস্ততার কারণে যাওয়া হয়ে ওঠে না। তবে এটা কখনো ভাবিনি, সিনেমার শুটিংয়ের জন্য মেলায় যাব। এটা ভাবলেই আমি রোমাঞ্চিত হই।’
তিনি আরও বলেন, ‘নির্মাতা চাইলে এফডিসিতে সেট বানিয়ে শুটিং করতে পারতো। তাতে ঝামেলা, খরচ, রিস্ক সবই সম্ভবত কম হতো। কিন্তু নির্মাতা চাইছেন, সিনেমায় বাস্তবটা দেখাতে। তাই বইমেলাতেই শুটিং। তার এই চেষ্টাকে আমরা সাধুবাদ জানাই।’
নির্মাতা জানান, মেলার পর আগামী ৩ এপ্রিল ছবির শুটিং হবে বিএফডিসিতে। মূলত: সেখানেই ছবির মূল শুটিং শেষ হচ্ছে। এরপর রোজার ঈদের পর গানের শুটিং করা হবে। আর কোরবানির ঈদে ‘মুখোশ’ মুক্তি দেয়া হবে।

(ঊষার আলো-এমএনএস)