UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

মানববন্ধন ও পথসভার মধ্য দিয়ে বাগেরহাটে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন

usharalodesk
অক্টোবর ১০, ২০২১ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি : অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য প্রতিপাদ্য বিষয় নিয়ে মানববন্ধন ও পথসভার মধ্য দিয়ে বাগেরহাটে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২১ পালন করা হয়েছে।
বাগেরহাট জেলা শহরের শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসুচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়োরম্যা রিজিয়া পারভিন। এছাড়া বক্তব্য রাখেন, বেসরকারি সংস্থ্যা উদয়ন বাংলাদেশের নির্বাহি প্রধান শেখ আসাদ, প্রতিবন্ধি সংগঠন সংকল্পের জেলা সভাপতি হারুন উর রশিদ ও সাধারন সম্পাদক আজিজুর রহমান প্রমুখ।
এডিডি ইন্টার ন্যাশনাল বাংলাদেশের আয়োজনে কমিক রিলিফ ইউকের অর্থায়নে শতাধিক নারী-পুরুষ ও প্রতিবন্ধি শিশুরা তাদের দাবি সম্বলিত ব্যানার ও ফেষ্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন ও পথসভাটি সার্বিকভাবে পরিচালনা করেন এডিডি ইন্টারন্যাল বাগেরহাটের মাঠ সমন্বয়কারি মোঃ এহসানুল হক।

(ঊষার আলো-এফএসপি)