UsharAlo logo
বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রূপগঞ্জের কারখানায় অগ্নিকান্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

usharalodesk
জুলাই ১৫, ২০২১ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে নারায়ণগঞ্জের রূপগঞ্জের সেজান জুসের কারখানায় অগ্নিকান্ডের কারণ উদঘাটন ও দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে যুক্ত বিবৃতি প্রদান করেছেন বাম গণতান্ত্রিক জোট খুলনা বিভাগের ১০ জেলার দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক। প্রদত্ত বিবৃতিতে সমন্বয়কবৃন্দ বলেন, গত ৫ বছরে ফায়ার সার্ভিসের হিসাব মতে গার্মেন্টস ও শিল্প-কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ৫৮৩৪টি। এ যাবৎ যতগুলো কারখানায় অগ্নিকান্ড, ভবন ধস, বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার সবগুলোর মালিক সরকার এবং সরকারি দল সংশ্লিষ্ট হওয়ায় কোনটিরই বিচার বা শাস্তি হয়নি। সেজানের মালিকও আওয়ামী লীগের টিকিটে লক্ষীপুর থেকে সংসদ নির্বাচন করেছিলেন। সরকারের তদারকি সংস্থার অবহেলা, দুর্নীতি, অনিয়মের কারণে আইন না মেনে কারখানা চালু রাখার দুঃসাহস দেখাতে পারে মালিকরা। ফলে সরকারিভাবে ৩/৪টি তদন্ত কমিটি গঠন হলেও তার প্রতি জনগণের কোন আস্থা নেই। কারণ যারা অভিযুক্ত তদন্তে তাদের সঠিক ঘটনা বেরিয়ে আসবে না। আজ পর্যন্ত কোন অগ্নিকান্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার ও শাস্তি না হওয়ায় একের পর এক শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটে চলেছে। এর অবসান হওয়া দরকার। আমরা অগ্নিকান্ডের জন্য দায়ী মালিক ও কারখানা পরিদর্শকসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের শাস্তি, নিহত শ্রমিকদের পরিবার প্রতি ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান এবং আহত শ্রমিকদের উন্নত চিকিৎসা-পুনর্বাসন-ক্ষতিপূরণ প্রদান, নিখোঁজ শ্রমিকদের খুঁজে বের করা এবং নিহত-আহত-নিখোঁজ শ্রমিকদের প্রকৃত তালিকা প্রকাশ করার দাবি জানাচ্ছি। একই সাথে নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও দায়ী সকলকে বিচারের আওতায় আনা, ঈদের পূর্বে সকল শ্রমিকের বকেয়া বেতন-বোনাস-ওভারটাইম পরিশোধ করার জন্য আহবান জানাচ্ছি। বিবৃতিদাতারা হলেনÑবাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, বাগেরহাট জেলা সমন্বয়ক ফররুখ হাসান জুয়েল, সাতক্ষীরা জেলা সমন্বয়ক এ্যাড. আজাদ হোসেন বেলাল, যশোর জেলা সমন্বয়ক জিল্লুর রহমান ভিটু, নড়াইল জেলা সমন্বয়ক মনিউর রহমান জিকু, কুষ্টিয়া জেলা সমন্বয়ক সফিউর রহমান, চুয়াডাঙ্গা জেলা সমন্বয়ক লুৎফর রহমান, ঝিনাইদহ জেলা সমন্বয়ক এ্যাড. আসাদুজ্জামান, মাগুরা জেলা সমন্বয়ক কাজী নজরুল ইসলাম ফিরোজ ও মেহেরপুর জেলা সমন্বয়ক জালাল উদ্দীন।

(ঊষার আলো-আরএম)