UsharAlo logo
শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শিশুদের জন্য টিকা এবং হাসপাতালে শয্যার ব্যবস্থা ঋতুপর্ণার

usharalodesk
মে ২৫, ২০২১ ১০:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : করোনা ভাইরাসে ভারতে শুধু প্রাপ্তবয়স্ক নারী-পুরুষই নয়, আক্রান্ত হচ্ছে শিশুরাও। পরিস্থিতির শিকার চাহিদাসম্পন্ন শিশুরাও। এই শিশুরা না পারে ঠিকমতো কথা বলতে, না পারে নিজে থেকে কোনো কাজ করতে। অধিকাংশ শিশুর অন্যের সহযোগিতা নিয়ে চলতে হয়।
তাই এই বিশেষ শিশুদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এখন তিনি সিঙ্গাপুরে আছেন, আর সেখান থেকেই এই শিশুদের শিশুদের জন্য টিকা এবং হাসপাতালে শয্যার ব্যবস্থা করলেন। নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন ইনস্টাগ্রামের মাধ্যমে।
ঋতুপর্ণা লিখেছেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছে। তারা নিজেদের কথা বলতে পারে না। তাদের কষ্টের কথা না বলাই থেকে যায়। একা হওয়ার সবচেয়ে বড় যন্ত্রণা এটাই। তিনি মনে করেন তাদের জন্য হাসপাতালের বিশেষ ব্যবস্থা থাকা উচিত এবং অক্সিজেনের ব্যবস্থা রাখা দরকার। জানালেন, আমি আমার সাধ্যমত চেষ্টা করছি। আপনারাও করুন।

(ঊষার আলো-এমএনএস)