UsharAlo logo
রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সরকারি উদ্যোগে কোভিড রোগীদের চিকিৎসা সেবা সুনিশ্চিত করুন

usharalodesk
জুন ১৫, ২০২১ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : প্রতিদিন খুলনাসহ সারাদেশে ১ লক্ষ করোনা টেস্ট, সরকারি হাসপাতালে ডেডিকেটেড শাখা ও শয্যা সংখ্যা বৃদ্ধি, বিনামূল্যে সকলের করোনা চিকিৎসা ও ভ্যাকসিন নিশ্চিত করা, সকল সরকারি হাসপাতালে কেন্দ্রীয় হাইফ্লো অক্সিজেন সরবরাহ এবং পর্যাপ্ত আইসিইউ ব্যবস্থা চালুর দাবিতে সম্মিলিত নাগরিক পরিষদ, খুলনার নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতি প্রদান করেছেন।
প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, স্বাস্থ্যখাতে সমন্বয়হীনতা ও সীমাহীন দুর্নীতি, লুটপাট জনগণের স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করেছে। কে করোনায় আক্রান্ত, কে আক্রান্ত নয়, কে সংক্রমণ ছড়াচ্ছে তা জানা যাচ্ছে না। এমতাবস্থায়, গণহারে বা প্রতিদিন কমপক্ষে ১ লক্ষ করোনা টেস্ট করাতে হবে। ভ্যাকসিন নিয়েও সরকারের সিদ্ধান্ত ভুল ছিল তা এখন প্রমাণিত। একটি মাত্র উৎসের ওপর নির্ভর করে ভ্যাকসিন ক্রয় করা মোটেও যুক্তিসঙ্গত হয়নি। করোনা রোগীদের ভঙ্গুর চিকিৎসা ব্যবস্থা ও বেড সংকটের সুযোগে প্রাইভেট ক্লিনিক মালিকেরা আকাশছোঁয়া অর্থ বাণিজ্য করছে। এই অর্থ সংগ্রহে করোনা আক্রান্ত পরিবারকে যেমন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে, তেমনি হচ্ছে সর্বশান্ত। ভারতে করোনা মহাদুর্যোগের ভয়াবহতা থেকে শিক্ষা নিয়ে খুলনাসহ দেশের সরকারি হাসপাতালে অক্সিজেন প্লান্ট স্থাপন করা অত্যন্ত জরুরী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও অবহেলার কারণে খুলনায় কয়েক কোটি টাকা মূল্যের একটি অক্সিজেন প্লান্ট ফেলে রাখা হয়েছে। আমরা চাই করোনা রোগীদের চিকিৎসায় নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা হোক। বিবৃতিদাতারা হলেন, আহ্বায়ক এ্যাড. কুদরত-ই-খুদা, খুলনা নাগরিক সমাজ-এর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এড. আ ফ ম মহসীন, খুলনা বিভাগীয় আয়কর আইনজীবী ফেডারেশনের সভাপতি এস এম শাহ নওয়াজ আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহীন জামাল পন, নারীনেত্রী তছলিমা খাতুন ছন্দা, সুতপা বেদজ্ঞ, অধ্যাপক অজন্তা হালদার, বেলার খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এ্যাড মোঃ বাবুল হাওলাদার, নিরাপদ সড়ক চাই (নিসচা)’র নগর সভাপতি এস এম ইকবাল হোসেন বিপ্লব, নাগরিক নেতা আফজাল হোসেন রাজু, কাজী খালিদ পাশা জয়, মেরিনা আক্তার যুথি, এ্যাড. জাহাঙ্গীর আলম সিদ্দিকী, ইশরাত আরা হীরা, এস এম দেলোয়ার হোসেন প্রমুখ।
(ঊষার আলো-এমএনএস)