UsharAlo logo
বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিক গাজী মাকুলের মাতার সম্পত্তি আত্মসাৎ এর অভিযোগ

usharalodesk
মে ৭, ২০২১ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

শেখ বদর উদ্দীন : দৈনিক মানবজমিন পত্রিকার ফুলতলা উপজেলা প্রতিনিধি এবং খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র কোষাধ্যক্ষ ও গিলাতলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডর গাজী পাড়ার বাসিন্দা গাজী মাকুল উদ্দীন। তার পিতার মৃত্যুর পর তাঁর মাতা করিমা বেগম বয়স বৃদ্ধা এবং অসুস্থ জনিত কারণে মাকে ফুসলিয়ে মায়ের সম্পত্তি অন্যান্য সন্তানেরা বিক্রি করে আত্মসাৎ করে এবং মায়ের বাকি সম্পত্তি আত্মসাৎ করার পাঁয়তারা করছে।
উল্লেখ্য, মরহুম গাজী হাবিবুর রহমান জিবিত থাকাবস্থায় তার চিকিৎসার জন্য মাকুল প্রায় আড়াই লক্ষ টাকা ধারদেনা করে পিতার মরণব্যাধী ক্যান্সারের চিকিৎসার জন্য বিভিন্ন লোক মারফত ঋণ করে খরচ করেন। পিতার চিকিৎসার খরচ হওয়া ঋণের টাকা পরিশোধ করার ব্যাপারে অন্যান্য ভাইদের কোন সদিচ্ছা নাই । গাজী মাকুল উদ্দীন একজন আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি হওয়ায় তিনি বাদী হয়ে ১ এপ্রিল খানজাহান আলী থানায় একটি অভিযোগ এবং ২২ এপ্রিল স্থানীয় ইউপি চেয়ারম্যান এর নিকট একটি অভিযোগ দায়ের করেন। অদ্যবধি তার কোন সুফল ইউপি চেয়ারম্যান এবং থানা কর্তৃপক্ষ দিতে পারেননি। এ ব্যাপারে এলাকাবাসীর ধারণা সৃষ্ট সমস্যার সমাধান না হলে যখন তখন বড় ধরনের সংঘর্ষ /দুর্ঘটনা ঘটে যেতে পারে। এ ব্যাপারে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

(ঊষার আলো-এমএনএস)