UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সাহিত্য-সমালোচক ও ছান্দসিক কবি আবদুল কাদির

usharalodesk
জুন ২, ২০২১ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : একজন সাহিত্য-সমালোচক ও ছান্দসিক আবদুল কাদির। ১৯০৬ সালের ১ জুন বর্তমান ব্রাহ্মণবাড়িয়া জেলার আড়াইসিধা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।

তিনি ছিলেন বাংলা সাহিত্য সমাজের মুখপত্র বার্ষিক শিখা (১৯২৭) পত্রিকার প্রকাশক এবং লেখক। তার অন্যতম বিখ্যাত গ্রন্থ ‘ছন্দ সমীক্ষণ’ (১৯৭৯) যেন তিনি বাংলা ছন্দ সম্পর্কে মৌলিক বক্তব্য রাখেন তাতে। সাহিত্য সম্পাদক হিসেবেও তিনি পরিশ্রম ও একনিষ্ঠতার ছাপ রেখে গিয়েছেন। তিনি সম্পাদনা করেছেন বিখ্যাত কাব্য সংকলন কাব্য মালঞ্চ, নজরুল রচনাবলি (প্রথম খণ্ড-পঞ্চম খণ্ড), মুসলিম সাহিত্যের সেরা গল্প, শিরাজী রচনাবলি, রোকেয়া রচনাবলী, ইয়াকুব আলী চৌধুরী রচনাবলি, লুৎফর রহমান রচনাবলী, আবুল হুসেন রচনাবলি ও কাব্যবীথি ইত্যাদি সাহিত্যকর্ম।

তার সাহিত্যকীর্তির জন্য তিনি বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। তিনি ১৯৬৩  সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার , ১৯৬৭ সালে আদমজী সাহিত্য পুরস্কার, ১৯৭৬ সালে একুশে পদক, ১৯৭৭ সালে নজরুল একাডেমী স্বর্ণ পদক, মোহাম্মদ নাসির উদ্দিন স্বর্র্ন পদকসহ মুক্তধারা পুরস্কার প্রভৃতি লাভ করেন এই কবি।

ছান্দসিক খ্যাত আবদুল কাদির ১৯৮৪ সালের ১৯ ডিসেম্বর ঢাকায় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

(ঊষার আলো-এফএসপি)