UsharAlo logo
বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

৩০ দিনে ২৬৫ কোটি টাকার মাছ-মাংস-দুধ-ডিম সুলভ মূল্যে ভ্রাম্যমানে বিক্রয়

usharalodesk
মে ৭, ২০২১ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : ভয়াবহ করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ চলাকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন, ডেইরী-মৎস্য সমিতি ও খামারীদের ব্যবস্থাপনায় রাজধানী ঢাকাসহ সারা দেশে সুলভ মূল্যে মাছ, মাংস, দুধ, ডিম ও দুগ্ধজাত পণ্যের ভ্রাম্যমান বিক্রয় কার্যক্রম অব্যাহত রয়েছে। সর্বসাধারণের প্রাণিজ নিরাপদ পুষ্টি নিশ্চিত ও খামারীদের উৎপাদিত পণ্য অবাধ সরবরাহের লক্ষ্যে গত ৫ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত ৩০ দিনে সারদেশে ২৬৫ কোটি ৪৯ লক্ষ ৯২ হাজার ৮০৫ টাকার পণ্য ভ্রম্যমান ও অনলাইনে বিক্রি হয়েছে। বাজার দর অনুযায়ীতুলনামূলক কম মূল্যে ক্রেতার দোর গোড়ায় পাওয়া যাওয়ায় ব্যাপক সাড়া পড়েছে এক কার্যক্রমে। মন্ত্রণালয় ও বিপিআইএ সূত্র জানিয়েছে করোনা পরিস্থিতিতে সারাদেশে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উৎপাদন, পরিবহণ, সরবরাহ ও বিপনন কার্যক্রম নিয়মিত তদারকী করছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম ও সচিব রওনক মাহমুদ। চলমান লকডাউন-বিধিনিষেধের মধ্যেও মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উৎপদন, পরিবহণ, সরবরাহ ও বিপণন সচল রাখার কাজে সম্পৃক্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী ও বিপিআইএ-এর অফিসসমূহ সারাদেশের জেলা-উপজেলা পর্যায়ে কর্মরত মৎস্য-প্রাণি অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সংশ্লিষ্ট বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন, ডেইরী এসোসিয়েশন গণমাধ্যম প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী ও সচিব। এ বিষয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, করোনার ভয়াবহ ক্রান্তিকালে ও মন্ত্রণালয় এবং সারাদেশে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সমিতির কর্মকর্তারা জীবনের ঝুঁকি নিয়ে জনস্বার্থে ভ্রাম্যমান বিক্রয় কার্যক্রম বাস্তবায়ন করছেন। পাশাপাশি গণমাধ্যম প্রতিনিধিরা ব্যাপক ঝুঁকির মধ্যেও মন্ত্রণালয়ের সময়োপযোগী এ উদ্যোগ জনসম্মুখে তুলে ধরেছেন। এতে একদিকে মৎস্য ও প্রাণিসম্পদ খাতের খামারীরা যেমন ন্যায্যমূল্যে উৎপাদিত পণ্য সহজে বিপণন করে ক্ষতি কাটিয়ে উঠতে পারছেন, অন্যদিকে ভোক্তারা চলমান বিধিনিষেধের মধ্যেও চাহিদা অনুযায়ী মাছ, মাংস, দুধ, ডিম ও দুগ্ধজাত পণ্য সহজে ক্রয় করতে পারছেন বলে তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। ভ্রাম্যমান বিক্রয় প্রসঙ্গে কথ বলেন বিপিআইএ-এর কেন্দ্রীয় প্রচার-প্রকাশনা সম্পাদক প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেন। তিনি বলেন, বাস্তবতা ও প্রান্তিক খামারীদের কথা বিবেচনা করে সরকারের মহতি উদ্যোগকে সাধুবাদ ও ধন্যবাদ জানান। তবে চাহিদার আলোকে উৎপাদন, অতিরিক্ত উৎপাদিত পণ্য রপ্তানি ও খামারীদের ন্যায্যমূল্য ও ভোক্তাদের সহজলভ্যতায় পাইকারী প্রাণিসম্পদ মার্কেট তথা কৃষিজ ভিলেজ লাইভ স্টক এলাকা স্থাপন না হলে পুরোপুরি বিকশিত হবে না এ খাতের শিল্পগুলো তিনি সত্বর প্রতি জেলা-উপজেলায় পাইকারী মার্কেট বাস্তবায়নে একটি প্রকল্প গ্রহণের আহবান জানান।

(ঊষার আলো-আরএম)